রাশিয়ার থেকে কতগুলি ভয়ঙ্কর যুদ্ধবিমান কিনেছে ভারত?

রাশিয়ার কাছ থেকে কতগুলি এবং কি মানের যুদ্ধাস্ত্র এখন ভারতের আছে তা বলা বেশ কঠিন ।রাশিয়ার তৈরি সেরার সেরা যুদ্ধাস্ত্রগুলির মধ্যে একটি আর-৩৭এম বা আরভিভি-বিডি।এর সমতুল্য মিসাইল এখনও পর্যন্ত ইউরোপের কোনও দেশের হাতে নেই। এটিকে আওয়াক্স কিলার বলা হয়ে থাকে। কারণ, লো ম্যানুভারেবেল টার্গেটের জন্য এই মিসাইলগুলি বেশ কার্যকরী । তবে ন্যাটোর দেওয়া নাম অনুযায়ী এটি একটি মাল্টি হাইপারসনিক বিভিআর।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৬ ম্যাক গতি নিয়ে ৪০০ কিমি পর্যন্ত হামলা চালাতে পারে বিশেষ এই মিসাইলটি। এই মিসাইল হল যুদ্ধবিমানের যম।
জানা গিয়েছে, ২০১৯সালে ভারত পাক আকাশ যুদ্ধের পর সুখোই এর জন্য ভারত এই বিভিআর কিনেছে।
আসলে ভারতবর্ষ রাশিয়ার মধ্যে যে কত গুলি চুক্তি রয়েছে বা ভারতবর্ষ এখনও পর্যন্ত কত গুলি অস্ত্র ক্রয় করেছে তাদের থেকে তার সঠিক হিসাব দেওয়া মোটেই সহজ নয় ।Advt

 

Previous articleনারদ মামলা: ২ নেতা গৃহবন্দি, সুব্রত-মদন হাসপাতালে
Next articleঅ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্য, রামদেবকে আইনি নোটিশ আইএমএ-র