সাত বছর পর খেতাব জয় অ্যাতলেটিকো মাদ্রিদ(Atletico Madrid)। শনিবার লা-লিগায়( La-liga) চ্যাম্পিয়ন হল তারা। এদিন রিয়াল ভ্যালাদলিদকে ২-১ ব্যবধানে হারিয়ে দিল তারা। ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে সুয়ারেজরা।

ম্যাচে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ চালায় দু’দল। ম্যাচের ১৮ মিনিটে ভ্যালাদলিদকে গোল করে এগিয়ে দেন প্লানো। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ায় অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় তারা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণ সাজায় অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৫৭ মিনিটে অ্যাতলেটিকোর হয়ে সমতা ফেরান কোরেয়া। ম্যাচের ৬৭ মিনিটে আ্যাতলেটিকোর হয়ে দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। এরপর আক্রমণে গেলেও গোলের সংখ্যা বাড়াতে ব্যর্থ হয় সুয়ারেজের দল।

শনিবার ছিল লা লিগার সব থেকে গুরুত্বপূর্ণ দিন। লিগ জেতার দৌড়ে ছিল অ্যাতলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ। রিয়াল এবং অ্যাতলেটিকো, দুই ক্লাবকেই জিততে হত। অ্যাতলেটিকো ড্র করলে বা হারলে এবং রিয়াল জিতলে খেতাব যেত জিদানের ঘরে। কিন্তু শনিবার অ্যাতলেটিকো জয় পাওয়ায় খেতাব জয় হল তাদের। এদিকে জিতে মরশুম শেষ করল বার্সেলোনাও।

আরও পড়ুন:অবশেষে পুলিশের হাতে গ্রেফতার সুশীল কুমার
