Tuesday, November 11, 2025

অপচয় কমাতে উদ্যোগ, ভ্যাক্সিনেশন কেন্দ্রে অনসাইট রেজিস্ট্রেশনেও মিলবে টিকা

Date:

করোনা পরিস্থিতিকে(coronavirus situation) সামাল দিতে ভ্যাক্সিনেশন প্রক্রিয়ায় গতি আনতে তৎপর সরকার। ইতিমধ্যেই ১৮ বছর থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাকসিন পাওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন(online registration) প্রক্রিয়া চালু হয়েছে। তবে শুধু অনলাইন নয় এবার অফলাইনেও এই সুবিধা চালু করা হয়। অর্থাৎ এখন থেকে ভ্যাক্সিনেশন কেন্দ্রে(vaccination centre) গিয়ে নাম নথিভুক্ত করে ভ্যাকসিন পেতে পারবেন নির্দিষ্ট বয়সীরা। প্রক্রিয়া নাম দেওয়া হয়েছে on-site রেজিস্ট্রেশন। এই সুবিধা চালু করার পেছনে সরকারের উদ্দেশ্য যাতে ভ্যাকসিনের অপচয় কম হয়। জানা গিয়েছে যদি অনলাইনে রেজিস্ট্রেশন করা ব্যক্তি তার জন্য বরাদ্দ টিকা নিতে না পৌঁছন সেক্ষেত্রে ভ্যাক্সিনেশন সেন্টারে গিয়ে অনসাইট নাম নথিভুক্ত করা ব্যক্তিদের সেই টিকা দিয়ে দেওয়া হবে। যার ফলে অপচয় কমবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হয়েছে কোউইন ওয়েবসাইটে। তথ্য অনুযায়ী এই সুবিধা শুধুমাত্র সরকারি ভ্যাক্সিনেশন সেন্টার গুলিতেই পাওয়া যাবে।

আরও পড়ুন:যশ’ আতঙ্ক : টালা ট্যাঙ্ককে বাঁচাতে বেশি করে জল ভরার নির্দেশ

স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক এ বিষয়ে বিবৃতি দিয়ে জানান, রাজ্য এবং স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আলোচনার পর ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের জন্য on-site রেজিস্ট্রেশনের সুবিধা চালু করা হচ্ছে। এক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে,
প্রথমত: অনলাইন বুকিংয়ের পর ভ্যাক্সিনেশন সেন্টারগুলোতে দিনের শেষে কিছু ডোজ বেঁচে যেতে পারে। যদি কোনও ব্যক্তি ভ্যাকসিন নিতে না আসে সে ক্ষেত্রে সেই ডোজ সাধারণত নষ্ট হয়। তবে on-site রেজিস্ট্রেশনের সুবিধার কারণে সেই অপচয় বন্ধ হবে।

দ্বিতীয়ত: কুউইন সহ আরোগ্য সেতু মোবাইল অ্যাপের মাধ্যমে একটি মোবাইল নম্বরে চারজনের রেজিস্ট্রেশন সম্পন্ন হলেও, এমন অনেকে রয়েছেন যাদের জন্য on-site রেজিস্ট্রেশন ভীষণভাবেই প্রয়োজনীয়। এমন অনেক মানুষ রয়েছেন যাদের কাছে ইন্টারনেট ও স্মার্ট ফোন নেই। এই প্রক্রিয়ার ফলে এই সমস্ত মানুষদের সুবিধা হবে।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version