Saturday, August 23, 2025

করোনায় মৃতের ডেথ সার্টিফিকেটে মোদির ছবি দেওয়ার আবেদন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Date:

করোনা টিকাকরণের(covid vaccination) কৃতিত্ব নিলে মৃত্যুর লজ্জাটাও নেওয়া উচিত। ঠিক এমনই ইঙ্গিত দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) তীব্র আক্রমণ শানালেন বিহারের(Bihar) প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি(Jitenram Majhi)। করোনা ভ্যাকসিনেশনের সার্টিফিকেটে মোদির ছবি নিয়ে প্রশ্ন তুলে তিনি জানালেন, করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেট মোদির ছবি দেওয়া উচিত।

সোমবার করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে একটি টুইট করতে দেখা যায় বিহারের হিন্দুস্থানী আওয়াম মোর্চার প্রেসিডেন্ট জিতন রাম মাঝিকে। টুইটারে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী দেশে করোনা টিকাকরণের কৃতিত্ব নিচ্ছেন। করোনায় মৃতদের সার্টিফিকেটেও ওঁর ছবি থাকা উচিত। তবে তা ন্যায়সঙ্গত হবে।” বিহারে এনডিএ-র সদস্য দল হিন্দুস্থানী আওয়াম মোর্চার প্রেসিডেন্টের এহেন ট্যুইটের পর স্বাভাবিকভাবেই এনডিএতে ফাটলের আশঙ্কা করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:করোনার ওষুধ মজুত রাখার অভিযোগ, গম্ভীরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল্লি হাইকোর্টের

উল্লেখ্য, বিহার রাজনীতিতে এনডিএর শরিক দল হওয়া সত্বেও মাঝির এহেন বক্তব্য মোটেই ভালো চোখে দেখছে না বিজেপি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাঝি। ফলে তার বক্তব্যকে ঘুরিয়ে নীতীশ কুমারের বক্তব্য হিসেবে মনে করছে গেরুয়া শিবির। প্রসঙ্গত ২০২০র বিধানসভা নির্বাচনে জেডিইউ-এর ছাড়া আসনে লড়ে ৪টি আসন জেতে ‘হিন্দুস্থানি আওয়াম মোর্চা’।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version