Monday, August 25, 2025

ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় প্রস্তুত রয়েছে রাজ্য। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি বলেন, সেনাবাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে। রাজ্য সরকারের সব এজেন্সিকে রয়েছে। বুধবার দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। “আমরা ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি আছি”। একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে দুর্যোগ মোকাবিলায় টাকা দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তোলেন মমতা।

মুখ্যমন্ত্রী জানান:
• ৫১টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে।
• রাজ্যে ৪ হাজার সাইক্লোন (Cyclone) শেল্টার তৈরি হয়েছে।
• বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় ১ হাজারটি দল প্রস্তুত আছে।
• ১০ লক্ষ মানুষকে সরানোর ব্যবস্থা করা হয়েছে।
• মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যাবেন না। মুখ্যমন্ত্রী বলেন, “জীবন অনেক দামী। আপনি বাঁচলে আপনার সংসার বাঁচবে”।
• ৪০০০ ত্রাণশিবির তৈরি করা হয়েছে।
• ত্রাণশিবিরগুলিতে করোনা (Corona) বিধি মানার ব্যবস্থা করা হয়েছে।

সকলকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, একটি বড় প্রাকৃতিক বিপর্যয় রাজ্য সরকার কাজ করে ঠিকই। কিন্তু একা সরকারের পক্ষে কিছু করা সম্ভব নয়। সুতরাং রাজ্যবাসীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

মমতা বলেন, ৭২ ঘণ্টা রাজ্যে দুর্যোগ চলবে। ঘূর্ণিঝড় মোকাবিলা এবং নজরদারিতে কন্ট্রোল রুম (Control Room) চালু হয়ে গিয়েছে। নবান্নে মঙ্গলবার থেকে ৪৮ ঘণ্টা টানা নজরদারি হবে।

এদিন দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ যশ- এর ক্ষয়ক্ষতি মেরামতের জন্য ওই দুই রাজ্যকে ৬ হাজার কোটি টাকা করে দিলেও, বাংলাকে দেয়া হচ্ছে ৪ হাজার কোটি টাকা। এর বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী।

Related articles

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...
Exit mobile version