CBI-এর সওয়াল উড়িয়ে দিলেন রাজ্যের অ্যাডভোকেট-জেনারেল

“গত ১৭ মে পরিস্থিতি ছিলো না ব্যাঙ্কশাল আদালতে সশরীরে শুনানি করার”, CBI-এর এই সওয়াল উড়িয়ে দিলেন রাজ্যের অ্যাডভোকেট-জেনারেল৷ সোমবার হাইকোর্টে AG বললেন, CBI অসত্য কথা বলছে৷ সেদিন CBI অফিসাররা গাড়িতে করে সমস্ত ফাইল নিয়ে ব্যাঙ্কশাল আদালতে হাজির হয়েছিলেন। যাতায়াতে কোনও প্রতিবন্ধকতা তৈরি হয়নি৷ এর পর
CBI নিজেই সিদ্ধান্ত নেয়,তারা ভার্চুয়ালি নিম্ন আদালতে শুনানি করবেন৷ এটা কৌশলগত সিদ্ধান্ত”৷

Advt