Thursday, November 13, 2025

কোকেনকাণ্ডে ধৃত বিজেপি নেতার সঙ্গে রাজ্যপালের ছবি পোস্ট করে কটাক্ষ সাংসদ কল্যাণের

Date:

রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফের তোপ তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের৷

কোকেনকাণ্ডে ধৃত বিজেপি (BJP) নেতা রাকেশ সিংয়ের সঙ্গে রাজ্যপালের (Jagdeep Dhankar)ছবি পোস্ট করে কড়া সুরে কটাক্ষ করলেন কল্যাণ (Kalyan Banerjee)৷

রাজ্যপাল জগদীপ ধনখড় এবং ধৃত বিজেপি নেতা রাকেশ সিং-এর একটি ছবি পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ ওই ছবিতে লেখা আছে, “কোকেন পাচারকারীর সঙ্গে মাননীয় রাজ্যপাল। রাকেশ সিংয়ের উন্নতি নাকি রাজ্যপাল পদমর্যাদার অবনতি?” সরাসরি রাজ্যপালকেই ট্যাগ করে ছবিটি পোস্ট করেছেন তৃণমূল সাংসদ।

দিনকয়েক আগে, রাজ্যপালের অনুমতি মেলায় নারদ কাণ্ডে তৃণমূলের ৩ মন্ত্রী- বিধায়ককে CBI গ্রেফতার করার পরও ধনখড়কে কড়া সুরে নিশানা করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকী রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার ‘পরামর্শও’ দেন। থানায় অভিযোগ করা থাকলে মেয়াদ শেষে রাজ্যপালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল সাংসদ। এ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এই নাটকের মূলে হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ যদি ফোন কলের তদন্ত হয়, তবে দেখা যাবে এই হেভিওয়েটদের গ্রেফতার করিয়েছেন তিনিই। আমি নিশ্চিত রাজ্যপালই ভিলেন। উনি জেনেবুঝে বাংলার ক্ষতি করছেন। সংবিধান অনুযায়ী, এখন ওনার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু সকলের কাছে আমি অনুরোধ করছি, ধনখড়ের বিরুদ্ধে FIR করুন। যেদিন তাঁর মেয়াদ ফুরোবে। সেইদিনই যাতে ব্যবস্থা নেওয়া যেতে পারে।”
আর এবার কোকেন পাচারে অভিযুক্ত এক বিজেপি নেতার সঙ্গে ধনকড়ের ছবি পোস্ট করে কটাক্ষের মাত্রা আরও তীব্র করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন- খাচ্ছেন-দাচ্ছেন, টিভি দেখছেন, গল্প করছেন, বহাল তবিয়তে শোভন

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version