Saturday, November 1, 2025

করোনায় মৃত পতঞ্জলির ডেয়ারি ব্যবসার প্রধানের, চলছিল আলোপ্যাথি চিকিৎসা

Date:

আলোপ্যাথি চিকিৎসা পদ্ধতি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে উঠেছিলেন বাবা রামদেব। দেশবাসীর কাছে সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। আর ঠিক সেইসময় পতঞ্জলির দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য সংস্থার প্রধান সুনীল বনসলের মৃত্যুর খবর সামনে এল। গত ১৯ মে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে সুনীল বনসলের। সোমবার সংস্থার পক্ষ থেকে একথা জানানো হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে, আলোপ্যাথি চিকিৎসা করাচ্ছিলেন তিনি।
ডেয়ারি সায়েন্সের বিশেষজ্ঞ, সুনীল বনসল পতঞ্জলি আয়ুর্বেদের দুধ ও দুগ্ধজাত বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ২০১৮ সাল থেকে তিনি এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। সূত্রের খবর, করোনা সংক্রমণ তাঁর শরীরে এতটাই ছড়িয়ে পড়েছিল যে তাঁকে ইকমো থেরাপি করাতে হয়েছিল। এমনকি রক্ত জমাট বাঁধছিল তাঁর মাথায়। ইকমো পদ্ধতিতে শরীর থেকে অক্সিজেনহীন রক্তকে বের করে কৃত্রিম ফুসফুসে (অক্সিজেনেটর) তা ঢোকানো হয়। অক্সিজেন যুক্ত এবং কার্বনডাইঅক্সাইড বের করার পর বিশুদ্ধ রক্ত যন্ত্রের মাধ্যমে হৃদপিণ্ডের পরিবর্তে পাম্পে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তাতেও বাঁচানো যায়নি সুনীলকে।
অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে যখন রামদেব বিতর্কিত মন্তব্য করেন। সেসময়ই সুনীল বনসলের শারীরিক অবস্থার অবনতি ঘটে। বনসলের মৃত্যুর পর সংস্থার তরফে জানানো হয়, জয়পুরের রাজস্থান হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বনসলের স্ত্রী সেখানে সিনিয়র হেলথ অফিসার। বনসলের মৃত্যুর পর পতঞ্জলির তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানেও এর প্রভাব পড়েছে। সেখানে বলা হয়েছে, বনসলের চিকিৎসার পিছনে পতঞ্জলির কোনও ভূমিকা নেই। তাঁর স্ত্রী সম্পূর্ণভাবে অ্যালোপ্যাথি চিকিৎসা করাচ্ছিলেন।

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২১৫৫ ₹ ১২১৫৫০ ₹ খুচরো পাকা সোনা ১২২১৫...

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...

সেমিফাইনাল কলকাতায় খেলতে চায় ইস্টবেঙ্গল, ফেডারেশনের ভাবনা কী?

আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে...
Exit mobile version