Sunday, August 24, 2025

ইয়াস : কোথায় কতটা বৃষ্টি হবে, কত বেগে হাওয়া বইবে জানালো আবহাওয়া অফিস

Date:

ইয়াসের (super cyclone Yaas) আছড়ে পড়া এখন শুধুই সময়ের অপেক্ষা। আগামী ১২ ঘণ্টায় অসম্ভব রকমের শক্তি বাড়িয়ে অতি তীব্র সাইক্লোনে পরিণত হতে চলেছে ইয়াস। আলিপুর (Alipur weather office) আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Sanjeev Banerjee)জানালেন আগামিকাল দুপুরেই আছড়ে পড়বে সুপার সাইক্লোন ইয়াস।

আবহাওয়া দফতরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী অনুযায়ী, আগামী ১২ ঘণ্টার মধ্যে অতি তীব্র সাইক্লোনে পরিণত হবে ইয়াস। বর্তমানে এর অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। বুধবার অর্থাৎ আগামিকাল সেই একই অভিমুখে এগোবে ঝড়। বুধবার ভোরে বাংলা-ওড়িশা উপকূলের কাছে পৌঁছে যাবে সুপার সাইক্লোন । আর সম্ভবত দুপুরের পরে উপকূলে আছড়ে পড়বে। পারাদ্বীপ ও সাগরের মাঝ বরাবর সেই ঝড় আছড়ে পড়বে বলে জানা গিয়েছে। বালেশ্বরের দক্ষিণ দিক ও ধামরার উত্তর দিকে ঘেঁষে বেরিয়ে যাবে ঝড়। বর্তমানে এর অবস্থান দিঘা থেকে ৩২০ কিমি দূরে।

এদিকে সুপার সাইক্লোন এর প্রভাবে আজ থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টির দাপট। ঝড়ের দাপটে শুরু দক্ষিণবঙ্গই নয় বৃষ্টি হবে উত্তরবঙ্গ জুড়েও। আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গিয়েছে। মূলত ভারী বৃষ্টি হচ্ছে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায়। আগামিকাল থেকে বৃষ্টি বাড়বে। বুধবার ঝড় আছড়ে পড়ার সময় থেকে অতি ভারী বৃষ্টি হবে দু্ই মেদিনীপুরে। খুব ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায়। ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, দার্জিলিং, কালিম্পং জুড়ে। ঝড় চলে যাওয়ার পর ২৭ তারিখে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদা, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টি হবে।

এদিকে সাইক্লোন এর গতিবেগ মেদিনীপুরে

সবথেকে বেশি হবে, ৯০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা.। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ৮০-৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । দক্ষিণ ২৪ পরগনাতে হাওড়ার গতিবেগ থাকবে ৮০-৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। উত্তর ২৪ পরগনায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। কলকাতায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার। নদিয়া, দুই বর্ধমান ও পুরুলিয়ায় ৬০-৮০ কিলোমিটার। বীরভূম ও মুর্শিদাবাদে ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইবে। এছাড়া ২৭ তারিখেও ৬০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইবে পশ্চিমের চার জেলায়।

Related articles

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version