Sunday, November 2, 2025

 

চন্দন বন্দ্যোপাধ্যায়

রাত পোহালেই সৈকত শহর দিঘায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। আপাতত দিঘা থেকে ৩২০ কিলোমিটার দূরে রয়েছে ইয়াস, জানাচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের জানাচ্ছে বুধবার দুপুর ১২ টার মধ্যেই রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস।

এদিকে সময় যত এগিয়েছে ততই আরও উত্তাল হচ্ছে দিঘার সমুদ্র। জলোচ্ছ্বাস বাড়ছে ক্রমশ। হাওয়ার গতিবেগও বাড়তে শুরু করেছে। সকাল থেকেই চলছে অবিরাম বৃষ্টিও। আবহাওয়া দফতর সূত্রে খবর, এবারের ঝড়ে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরে। বুধবার দুপুরে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুরে। ঝড়ের তীব্রতা ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগেও পৌঁছে যেতে পারে। সেকারণে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।

গত বছরের আমফানের অভিজ্ঞতার জেরে এবার কিছুটা হলেও আরও গুছিয়ে তৈরি হওয়ার সুযোগ পেয়েছে প্রশাসন। এদিকে হলদিয়া, দিঘা সহ বিভিন্ন এলাকায় এনডিআরএফকে তৈরি রাখা হয়েছে। দিঘায় ভারতীয় নৌবাহিনীর একটি টিমকেও রাখা হয়েছে। এনডিআরএফর সদস্য়রা উপকূলবর্তী এলাকায় টহল দিচ্ছেন। সাইরেন বাজিয়ে গ্রাম খালি করছেন এনডিআরএফ-এর সদস্যরা। নামানো হয়েছে সেনাও। পৌঁছে গিয়েছে ৭০ জনের একটি দল।  বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছে পুলিশ, প্রশাসন। বিভিন্ন জায়গায় মাইকিংও করা হচ্ছে।

আরও পড়ুন- ইয়াস মোকাবিলায় চণ্ডীপুরের পাশে সোহম, ঘুরে দেখলেন ত্রাণ শিবির, খুললেন কন্ট্রোল রুম

Related articles

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...
Exit mobile version