করোনায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে রেমডেসিভির ইনজেকশন দেওয়া হয়েছে৷ পরিস্থিতি বিবেচনা করে টসিলিজুমাব ইনজেকশন দেওয়ার কথাও ভাবা হচ্ছে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন চিকিৎসাধীন রয়েছেন উডল্যান্ডস হাসপাতালে৷ ওখানে ৩১৩ নম্বর কেবিনে আছেন তিনি৷

হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধবাবু এখন বাইপ্যাপ অক্সিজেন সাপোর্টে রয়েছেন। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঝিমুনিভাব থাকলেও ডাকলে সাড়া দিচ্ছেন।হার্টরেট স্বাভাবিকের থেকে কিছুটা কম রয়েছে। তাঁর ইউরিন আউটপুট স্বাভাবিক রয়েছে। খাবারও খেয়েছেন বুদ্ধদেব। হাসপাতালের একটি সূত্র জানাচ্ছে, বুদ্ধবাবুর শরীরে সাইটোকাইন স্টর্ম-এর হদিশ মিলেছে রিপোর্টে। সাইটোকিন হচ্ছে কোষের এমন ক্ষুদ্র অংশ যা শরীরে সংক্রমণের উপস্থিতি জানান দেয়।

আরও পড়ুন- শাহের নির্দেশে হেরো প্রার্থী, পাড়ার নেতাদের নিরাপত্তা তুলে নিচ্ছে কেন্দ্র
