শাহের নির্দেশে হেরো প্রার্থী, পাড়ার নেতাদের নিরাপত্তা তুলে নিচ্ছে কেন্দ্র

কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে থাকা যে সব বিজেপি প্রার্থী বিধানসভা ভোটে পরাজিত, যে সব বিজেপি নেতার উপর হামলা বা প্রাণনাশের আদৌ আশঙ্কা নেই এবং পাড়া-স্তরের যেসব নেতা দিল্লির নিরাপত্তা পান, এবার তাঁদের নিরাপত্তা তুলে নিচ্ছে কেন্দ্র ৷ সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সিদ্ধান্তে সায় দিয়েছেন৷

বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর থেকেই বঙ্গ-বিজেপির অন্দরে নানা ইস্যুতে মাথাচাড়া দিয়েছে কোন্দল। চলছে পরস্পরকে দোষারোপের পর্ব। ভোটের আগে মুড়িমুড়কির মতো কেন্দ্রীয় নিরাপত্তা বিলিয়েছে কেন্দ্র ও রাজ্য বিজেপি নেতৃত্ব৷ কোন্দলের অন্যতম বিষয় এই কেন্দ্রীয় নিরাপত্তাও ৷ দিনকয়েক আগে এ ধরনের বিতর্কে জড়িয়ে গিয়েই কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়ার কথা বলে অমিত শাহকে চিঠিও পাঠিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে রাজ্য দলে এতটাই বিতর্ক শুরু হয়েছে যে, এবার বেশিরভাগ নিরাপত্তাই তুলে নিতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রক। তবে কিছু নেতার নিরাপত্তা বহাল থাকছে৷

এখন রাজ্যে বিজেপি-র বিধায়ক সংখ্যা ৭৫। এই ৭৫ জনের মধ্যে ৬৬ জন কেন্দ্রীয় নিরাপত্তা পান ভোটের আগে থেকেই। এ ছাড়া আরও অনেক বিজেপি প্রার্থী নির্বাচনের আগে থেকে কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন। তাঁরা ভোটে পরাজিত হলেও নিরাপত্তা এখনও বহাল আছে৷ ৬৬ জন বিধায়ক বিভিন্ন ক্যাটিগরির কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন।বেশির ভাগের ক্ষেত্রে নিরাপত্তা ‘এক্স’ ক্যাটিগরি হলেও শুভেন্দু-মুকুল পান ‘জেড’ ক্যাটিগরি। অন্য ৩ বিধায়ক পান ‘ওয়াই’ ক্যাটিগরি। বেশ কয়েকজন সাংসদও কেন্দ্রীয় নিরাপত্তা পান। এছাড়া অসংখ্য ‘পাড়ার নেতা’ও কেন্দ্রীয় নিরাপত্তা ভোগ করেন৷ বিজেপি’র ‘হেরো’ প্রার্থীদের মধ্যে যারা কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন, তাঁদের প্রায় সবার কেন্দ্রীয় নিরাপত্তাই এবার প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্র ৷ সে সময় আরও অনেক প্রার্থী-নেতা আবেদন করামাত্রই নিরাপত্তা পেয়ে যান। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই আবেদনের সুপারিশ করতেন রাজ্য পর্যায়ের দুই প্রথমসারির নেতা। এখন কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন, কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে থাকা যে সব প্রার্থীরা পরাজিত, যাদের উপর হামলা বা প্রাণহানির কোনও আশঙ্কাই নেই এবং পাড়ার নেতাদের নিরাপত্তা তুলে নিতে। স্বরাষ্ট্রমন্ত্রীও এই সিদ্ধান্তে সহমত হয়েছেন৷ পাশাপাশি আলোচনা চলছে, এদের নিরাপত্তায় থাকা জওয়ানদের বিজয়ী বিধায়কদের নিরাপত্তায় ব্যবহার করা যায় কি’না৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও তেমনই চায় বলে বিজেপি সূত্রের খবর।

আরও পড়ুন- চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস,দেশে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছুঁইছুঁই

Advt

Previous articleমানুষের পাশে: ভাঙন কবলিত ডায়মন্ড হারবার পরিদর্শন অভিষেকের
Next articleবুদ্ধবাবুকে দেওয়া হলো রেমডেসিভির, কথা চলছে টসিলিজুমাব দেওয়ার