Tuesday, August 26, 2025

প্রথমে কোভিশিল্ড, দ্বিতীয় ডোজ কোভ্যাক্সিন পেলেন যোগী রাজ্যের গ্রামবাসীরা

Date:

ফের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার টিকাকরণে গাফিলতির অভিযোগ উঠল স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগর জেলায় একটি গ্রামের ২০ জনকে প্রথম ডোজে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় ডোজে দেওয়া হয়েছে কোভ্যাক্সিন। এই নিয়ে শুরু হয়েছে শোরগোল। আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা।
টিকাকরণ নিয়ে এই গাফিলতিতে শোরগোল পড়েছে গোটা উত্তরপ্রদেশে। আর তাতেই নড়েচড়ে বসেছে যোগী সরকার। যোগী প্রশাসনের তরফে বলা হয়েছে, ” এটা নিঃসন্দেহে তদারকির অভাব। যাঁরা দায়িত্বে ছিলেন তাঁদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে।”বিষয়টি নিয়ে সিদ্ধার্থনগরের মুখ্য মেডিক্যাল অফিসার জানিয়েছেন, এটা ভুল করে হয়ে গিয়েছে। সরকার কখনওই ভ্যাকসিনের ককটেল করতে বলেনি। মুখ্য অফিসার সন্দীপ চৌধুরী বলেন, “আমরা স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে এই কাজের বিবৃতি চেয়েছি। যা পদক্ষেপ নেওয়ার নেব।”
গত ১ এপ্রিল কোভিশিল্ড টিকা দেওয়া হয় ওই গ্রামবাসীদের। এরপর ১৪ মে কিছু যাচাই না করেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোভ্যাক্সিন দেওয়া হয়েছিল। বিষয়টি নজরে আসতেই কার্যত উদ্বিগ্ন গ্রামবাসীরা। এবিষয়ে চিকিৎসকরা জানান, ককটেল টিকাকরণ এখনও গবেষণার বিষয় এবং তার কোনও সঠিক তথ্যই এখনও উঠে আসেনি। তাই এটি অত্যন্ত গুরুতর বিষয় এবং এক্ষেত্রে এই গাফিলতি মেনে নেওয়া যায় না। যাঁদের উপর এই টিকাকরণ প্রক্রিয়া চালানো হয়েছে, তাঁদের কিছুদিন পর্যবেক্ষণে রাখা উচিত।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version