মে মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টি দিল্লিতে, ১৩ বছরে এই প্রথম

১৩ বছর এই প্রথম রেকর্ড পরিমাণ বৃষ্টি হল দিল্লিতে। দিল্লিতে মে মাসে বৃষ্টি হয়েছে ১৪৪.৮ মিলিমিটার। ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্ট বলছে, ১৩ বছরে এই প্রথম বৃষ্টিপাতের পরিমাণ বেশি মে মাসে। আইএমডি প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, আগামী ৪-৫ দিনের মধ্যে আর বৃষ্টির সম্ভাবনা নেই। ২০০৮ সালের পরে মে মাসে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত।

সফদরজংয়ের পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, আইএমডি-র তথ্য অনুযায়ী, গতবছর বৃষ্টি হয়েছিল ২১.১ মিলিমিটার। ২৬.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল ২০১৯-এ, ২০১৮ সালে হয়েছিল ২৪.২ মিলিমিটার। ২০১৭ সালে ৪০.৫ মিলিমিটার। ২৪.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিল ২০১৬ সালে। ৩.১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল ২০১৫ তে। ১০০.২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল ২০১৪ সালে।

আরও পড়ুন-ওড়িশার উপকূলবর্তী প্রায় ৩৫ কিলোমিটার পরিধি জুড়ে তাণ্ডব চালাচ্ছে ইয়াস

আইএমডি-র দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর মে মাসে মোট ৯ দিন বৃষ্টি হয়েছে। ২০১৪ সালে মে মাসে বৃষ্টি হয়েছিল ১০ দিন। শেষ ২০১৮ সালে মে মাসে বৃষ্টি হয়েছিল ৭ দিন। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, ৩১ মে-র মধ্যে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ডিগ্রির নীচে থাকবে। ২০১৪ সালের পর এটিই সম্ভবত প্রথমবার, যে সাফদারজং প্রাক-বর্ষাকালে তাপপ্রবাহ রেকর্ড করেনি।

Advt

Previous articleইয়াসের দাপটে আদিগঙ্গায় জলস্তর বেড়ে জলমগ্ন কালীঘাট
Next articleদেশবাসীকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছার পাশাপাশি করোনায় মৃতদের প্রতি সমবেদনা মোদির