Thursday, August 21, 2025

‘ভালো কাজ করেছে’,ইয়াস মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রশংসায় পঞ্চমুখ দিলীপ

Date:

রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। যেকোনও ইস্যু নিয়ে বারবার রাজ্য সরকারকে বিঁধেছেন বিজেপি নেতা। গতবছর আমফান সাইক্লোনের পর তিনি বারবার তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধায়ের সরকারের ত্রুটি। ত্রাণ থেকে ক্ষতিপূরণ সবেতেই শাসক দলকে কাঠগড়ায় তুলেছিলেন দিলীপ। কিন্তু আজ ইয়াস মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভূমিকায় প্রশংসা বঙ্গ বিজেপির সভাপতির।

দিলীপ বলেন, আমফানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সঙ্গে ভালো কাজ করেছে। ঝড় নিয়ে উপকূলের মানুষকে সতর্ক করেছে। এরপর পরিস্থিতি স্বাভাবিক বোঝা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে আপাতদৃষ্টিতে সব কিছু ঠিক হচ্ছে বলেই মনে হচ্ছে।

আরও পড়ুন-প্রবল জলোচ্ছাসের জেরে জঙ্গল থেকে লোকালয়ে বাঘ ঢুকে পড়ল সুন্দরবনে

মঙ্গলবার রাত থেকে ইয়াসের জেরে প্রবল বৃষ্টি শুরু হয় রাজ্যের বিভিন্ন জায়গায়। বৃষ্টি শুরু হয় কলকাতাতেও। বুধবার সকালে ঘূর্ণিঝড় বালেশ্বরে আছড়ে পড়ে অতি মারাত্মক ঘূর্ণিঝড় ইয়াস। বুধবার সকাল থেকে পরিস্থিতি ভয়াবহ হয় দিঘার। নারকেল গাছের উপর দিয়ে সমুদ্রের ঢেউ গিয়েছে বলেও কিছু ছবিতে ধরা পড়েছে। সমুদ্র তীরবর্তী এলাকার হোটেলহগুলি জলমগ্ন। ভেসে গিয়েছে গাড়িও। অন্যদিকে নবান্নর কন্ট্রোলরুমে সারারাত ছিলেন মুখ্যমন্ত্রী। এবং তিনি সেখানে এখনও রয়েছেন। সেখান থেকে নিজে গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছেন। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই উপকূলের প্রায় ১১ লক্ষ মানুষকে সরানো হয়েছে ত্রাণ শিবিরে। জনজীবন যাতে বিপর্যস্ত না হয় তার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version