Thursday, May 15, 2025

ভোটে হেরেও ইয়াসের মোকাবিলায় সুন্দরবনের মানুষদের পাশে কান্তি গঙ্গোপাধ্যায়

Date:

পর পর তিনবার ভোটে হেরেছেন। ২১ এর বিধানসভা ভোটেও তাঁকে ফিরিয়ে দিয়েছেন বাংলার মানুষ।  তাই ইয়াস- এর পূর্বাভাস পেয়েও  রাগে-অভিমানে সুন্দরবনের মানুষদের থেকে মুখ ফিরিয়েছিলেন। এমনকি সুন্দরবনের দুর্গতদের পাশে থাকতে সায় দেয়নি তাঁর পরিবারের কেউই। তাই পুরোদমে কোভিড রোগীদের সেবায় নিজেকে সপে দিয়েছিলেন। কিন্তু তাতেও মন টিকল না। ইয়াস-এর ভয়াবহ পূর্বাভাসের কথা শুনে মুখ ফেরাতে পারলেন না কান্তি গঙ্গোপাধ্যায়।  হার-জিতের পরোয়া না করেই সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় স্যোশাল মিডিয়ায় জানালেন, “আমি আসছি’।

এর আগেও বিভিন্ন দুর্যোগের মোকাবিলায় সুন্দরবনের মানুষদের পাশে থেকেছেন কান্তি গঙ্গোপাধ্যায়। এবারও তাঁর ব্যতিক্রম হননি।দুর্গতদের পাশে ছুটে গিয়েছেন সবসময়। মঙ্গলবার ইয়াস আসার আগেই  ফুঁসতে শুরু করেছিল সমুদ্র। তাই গতকাল রাত দশটাতেই ত্রিপল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন কান্তি গঙ্গোপাধ্যায়। ‘ইয়াস’ আসার আগেই রাস্তায় জল জমতে শুরু করে। সেই জল পেরিয়ে ত্রিপল হাতে সুন্দরবনের মানুষদের সাহায্য করতে রাতেই ছুটে যান আটাত্তরের কান্তি গঙ্গোপাধ্যায়। জানান, রাতেই রায়দিঘির বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। যারা অসুবিধেয় পড়েছে তাঁদের সাহায্য করবেন।এরপর আজ সকালেই বাঁধ মেরামতির কাজ পরিদর্শনও করেন।

 

প্রসঙ্গত, ইয়াসের মোকাবিলায় রায়দিঘির বিরাজমোহিনী স্কুলে  ইতিমধ্যেই প্রায় à§§ হাজার গ্রামবাসীর থাকার ব্যবস্থা করেছেন সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। এমনকি দুবেলা তাঁদের খাওয়ারের ব্যবস্থা করেছেন তিনি। ইয়াস-এর ভয়াবহ পূর্বাভাস পেয়ে পরিবারের বারণ সত্ত্বেও শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কান্তিবাবু লেখেন, ‘আমি আসছি’।

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version