Saturday, August 23, 2025

জলে ডুবতে পারে কলকাতা। গোদের ওপর বিষফোঁড়া। ভরা কোটাল এবং চন্দ্রগ্রহণের সঙ্গে ‘ইয়াস’এর দাপট। ভরা কোটাল, ভারী বৃষ্টির জেরে বুধবার গঙ্গায় জলোচ্ছ্বাসের ধাক্কায় জলমগ্ন হওয়ার প্রবল আশঙ্কা শহরে।

ইতিমধ্যেই ধামড়া ও বালেশ্বরের মধ্যে ল্য়ান্ডফল হয়েছে। ল্যান্ডফল প্রক্রিয়া চলবে ৩ থেকে ৪ ঘণ্টা ধরে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে ৭৫-৮০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি। এবং প্রবল জলোচ্ছ্বাস দেখা যাবে। কলকাতাতেও ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক একই সময় কলকাতার গঙ্গায় ভরা কোটাল। সকাল ন’টা পনেরো নাগাদ নদীতে শুরু হবে জোয়ার। বেলা দশটা পঁয়তাল্লিশে সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে জোয়ারের জলের উচ্চতা। সারারাত নবান্নের কন্ট্রোল রুমে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, একে দুর্যোগ, তাতে ভরা কটাল, সঙ্গে চন্দ্রগ্রহণ। ভরা পূর্ণিমায় গঙ্গায় জলস্তর বাড়বে। কলকাতার বিভিন্ন এলাকায় গঙ্গা থেকে জল ঢুকে পড়বে। তার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। আবহবিদরা জানিয়েছেন, চন্দ্রগ্রহণ ও ভরা কোটালের যৌথপ্রভাবে গঙ্গায় জল বৃদ্ধি পাচ্ছে। সঙ্গে ইয়াসের দাপট।

আরও পড়ুন-কলকাতায় টর্নেডোর আশঙ্কা, বাড়িতে থাকার আবেদন মুখ্যমন্ত্রীর

কলকাতা পুরসভার নিকাশিবিভাগের ভারপ্রাপ্ত প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং ইতিমধ্যেই লকগেটগুলি পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, জলোচ্ছাস ও জোয়ারের জল বৃদ্ধি পাওয়ায় বুধবার গঙ্গায় সকাল সাড়ে দশটার পর থেকে বিকেল চারটে পর্যন্ত লকগেট বন্ধ থাকবে। তিনি আরও জানান, ভরা কোটালের জেরে মঙ্গলবার গঙ্গায় স্বাভাবিকের চেয়ে ১৬.৭৫ ফুট বেশি উচ্চতায় পৌঁছেছিল জলের উচ্চতা। বুধবার সেটি আরও বৃদ্ধি পেয়ে ১৭.২৫ ফুটের বেশি উচ্চতায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন তারক সিং। ফলে লকগেট বন্ধ থাকায় ওই সময় প্রবল বৃষ্টির জন্য সমস্ত জল শহরেই জমবে। তার জেরে শহর জলমগ্ন হবেই।

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version