Wednesday, November 12, 2025

এগিয়ে এলো ল্যান্ডফলের সময় , সকাল ১০টাতেই ওড়িশার ধামরায় আছড়ে পড়বে সুপার সাইক্লোন ইয়াস

Date:

Share post:

সুপার সাইক্লোন (super cyclone yaas)এগোচ্ছে। তবে তীব্র বেগে নয়। আপাতত ধীর গতিতে। ঘন্টায় ১৩ কিমি বেগে পরাক্রমী শক্তি নিয়ে। লক্ষ্য ওড়িশার ধামরা (dhamra Odisha)। ক্রমশই এগোচ্ছে সুপার সাইক্লোনের ল্যান্ডফলের সময়। মৌসম ভবন(Mausam bhawan) জানিয়েছে সম্ভবত সকাল ১০ টা নাগাদ ইয়াস প্রবল বেগে আছড়ে পড়বে ধামরা সমুদ্র উপকূলে।

 

মৌসম ভবনের সকালের বুলেটিন বলছে, ঘূর্ণিঝড় ইয়াস উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ২০ ডিগ্রি ১ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৭ ডিগ্রি ৮ মিনিট পূর্ব দ্রাঘিমায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর পশ্চিমে। যদি ইয়াসের অভিমুখ সোজা উত্তর দিকে হত, তাহলে সুপার সাইক্লোন পশ্চিমবঙ্গে আছড়ে পড়ত। কিন্তু অভিমুখ ঘুরিয়ে আপাতত ধামরা থেকে ৬০ কিলোমিটার দূরে ইয়াস। ধামরা উপকূলে একটি বাঁক রয়েছে। সেখান থেকে ঘূর্ণিঝড়ের অভিমুখ ঘুরে পৌঁছে যাচ্ছে ধামরা ও বালেশ্বরের মাঝামাঝি এলাকায়।

এদিকে মঙ্গলবার মধ্যরাত থেকেই প্রকৃতির তান্ডব শুরু হয়ে গিয়েছে ধামরতে। ঝোড়ো হাওয়া , মুষলধারে বৃষ্টি সঙ্গে প্রবল জলোচ্ছ্বাস। সব মিলিয়ে সুপার সাইক্লোন আছড়ে পড়ার আগেই বিপর্যস্ত ওড়িশার ধামরা।

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনী। প্রস্তুত এনডিআরএফ-এর টিমও। তবে শুধু বুধবার নয়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপড়া, জগৎসিংহপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে অতি ভারী এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে পশ্চিবঙ্গেও। দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...