Thursday, August 21, 2025

তোলাবাজি মামলায় শিলিগুড়ি থেকে অবশেষে গ্রেফতার সেই সাংবাদিক

Date:

অবশেষে সিবিআই সেজে তোলাবাজির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল রিপাবলিক বাংলার সাংবাদিক অভিষেক সেনগুপ্ত। বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিষেকের সঙ্গে গ্রেফতার হয়েছে স্বরূপ ঘোষ নামে আরও এক ব্যক্তি। দুজককেই ২৯ মে পর্যন্ত ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে। ফলে সিবিআই সেজে তোলবাজি চক্রের সুতো গুটিয়ে আনা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।

গত মঙ্গলবার কসবার ব্যবসায়ী অজিত রায়কে সিবিআই জেরা করবে বলে জোর করে তুলে আনে অভিষেক ও তার সঙ্গীরা। নিজাম প্যালেসের নিচে ওই ব্যবসায়ীকে বসিয়ে রাখে। অভিযোগ, সিবিআই সেজে অভিষেক ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করে এবং মামলা সালটাতে ২কোটি টাকা দাবি করে। শেষ পর্যন্ত রফা হয় ১৫ লক্ষ টাকায়। টাকা দেওয়ার পর ব্যবসায়ীর সন্দেহ হলে কসবা থানায় অভিযোগ জানান ব্যবসায়ীর স্ত্রী। মঙ্গলবারই অভিযান চালিয়ে পুলিশ ৩জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আরও ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এরা হলো অনির্বাণ কাঞ্জিলাল (৪৩) , অর্ঘ্য সেনগুপ্ত (৪১), রাজু মণ্ডল (৪৫), জুলফিকার আলি (৩৪), আসরাফ আলি (৪০)। এদিনই দুপুরে শিলিগুড়িতে অভিষেক সেনগুপ্ত (২৯) ও স্বরূপ ঘোষকে গ্রেফতার করে ২৯ মে অবধি ট্রানজিট রিমান্ডে নেয় পুলিশ। তোলাবাজি মামলায় সব মিলিয়ে ১০জন গ্রেফতার হলো ৭২ ঘন্টায়। পুলিশ এদের বিরুদ্ধে ‘অ্যাবডাকশন ফর র‍্যানসম’ মামলা রুজু করেছে।

আরও পড়ুন-শাহ ঘনিষ্ঠ প্রশাসকের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে ক্ষোভ বাড়ছে লাক্ষাদ্বীপে

এর মাঝে বুধবার সন্ধ্যায় সিবিআই একটি মেল করে কলকাতার পুলিশ কমিশনারকে। চিঠিতে বলা হয়, সিবিআই সেজে একটি গ্যাং তোলা তুলছে। অন্যদিকে রিপাবলিক বাংলা চ্যানেলও নোটিশ দিয়ে ও ট্যুইট করে অভিষেকের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে। সাংবাদিকের কোনওরকম অনৈতিক কাজে তাদের সমর্থন নেই জানিয়ে প্রবেশনে থাকা সাংবাদিককে বরখাস্ত করে।

একটি সূত্রে খবর, যারা গ্রেফতার হয়েছে তাদের অধিকাংশ বাঘা-যতীন এলাকার, যেখানে অভিষেক থাকে। এদের মাথা অনির্বাণ কাঞ্জিলাল, একটি সূত্র জানাচ্ছে। অনির্বাণ নিজেকে সিবিআইয়ের কর্মী হিসাবে নাকি পরিচয় দিত, দেখা যেত নিজাম প্যালেস এলাকায়। গাড়িতে নীল বাতি লাগানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version