Saturday, May 3, 2025

দুরকম টিকায় শরীরে খারাপ প্রভাব পড়বে না, যোগীরাজ্যের ‘ককটেল ডোজে’ জানাল কেন্দ্র

Date:

সম্প্রতি উত্তরপ্রদেশের(Uttar Pradesh) সিদ্ধার্থ নগর জেলায়(Siddharth Nagar district) সরকারি হাসপাতালে অন্তত ২০ জন ব্যক্তিকে করোনার(covid vaccine) দুই রকম টিকা দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই ব্যাপক বিতর্ক ছড়িয়েছে গোটা দেশে। সরকারি হাসপাতালের এহেন গাফিলতি সামনে আসার পর অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হলো যদি কোনো ব্যক্তি দুটি আলাদা সংস্থার টিকার দুটি ডোজ নেন সেক্ষেত্রে তার শরীরে খারাপ প্রভাব পড়ার কোনো রকম সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের এক সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের সদস্য ড: বিকে পাল বলেন, “আমাদের নীতি প্রত্যন্ত পরিষ্কার। যে ব্যক্তি টিকা নিচ্ছেন তার প্রাপ্য দুটি ডোজ একই সংস্থার হওয়া উচিত। যে বিষয়টি ঘটেছে তা নিয়ে তদন্ত হওয়ার দরকার রয়েছে। যে স্বাস্থ্যকর্মীর টিকা দিচ্ছেন তারা যেন বিষয়টি গুরুত্বসহকারে দেখেন টিকার দুটি ডোজ যেন আলাদা সংস্থার না পড়ে।” এরপরই এই ধরনের গাফিলতির ক্ষেত্রে কী ধরনের বিপদের ঝুঁকি রয়েছে তা নিয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, দুটি আলাদা ডোজ পড়লে সেরকম বিরূপ প্রতিক্রিয়া হওয়ার কোনও সম্ভাবনা নেই।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের সিদ্ধর্থনগর জেলায় অন্তত ২০ জন মানুষের শরীরে করোনা ভ্যাকসিনের দুই রকম ডোজ দেওয়া হয়েছে। যা দিয়ে ব্যাপক বিতর্ক ছড়িয়েছে গোটা দেশে। প্রথমে ওই ব্যক্তিদের কোভিশিল্ড দেওয়া হলেও দ্বিতীয় ডোজ দেওয়া হয় কোভ্যাকসিন। এরপরই ব্যাপক আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। গোটা ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। তবে বিষয়টি হওয়া উচিত নয় বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলেও, এদিন কেন্দ্রের তরফে জানানো হলো শরীরে দুটি আলাদা টিকা পড়লেও তাতে বিরূপ প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন- তোলাবাজি মামলায় শিলিগুড়ি থেকে অবশেষে গ্রেফতার সেই সাংবাদিক

Related articles

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...
Exit mobile version