Monday, August 25, 2025

স্বস্তি! রাজ্যে একধাক্কায় অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুও

Date:

বাংলার করোনা স্বস্তি। একধাক্কায় রেকর্ড হারে কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। তবে বেশ কয়েকদিন ধরে রাজ্যে সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছিল মৃত্যুসংখ্যা। তবে এবার টানা ৮ দিন পর রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু নামল দেড়শোর নীচে। যা বিরাট স্বস্তির খবর রাজ্যবাসীর জন্য।

বৃহস্পতিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, দৈনিক আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের দোরগোড়ায় নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৬ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ২২৫। শেষ একদিনে মৃত্যু হয়েছে ১৪৮ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ১৫৩। একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২০০-র বেশি কমেছে। গত কাল সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার কমেছিল। আজ ৬ হাজারের বেশি কমার ফলে রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ১৭ হাজার ১৫৪।  রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯০.০৭ শতাংশ।

দৈনিক সংক্রমণ কমেছে উত্তর চব্বিশ পরগনাতেও, তবে ফের বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় এই জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন ৪২ জন। তবে কিছুটা স্বস্তি দিয়েছে সংক্রমণের পরিসংখ্যানটা। গত একদিনে উত্তর চব্বিশ পরগনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৭৫ জন। ২৪ এপ্রিলের পর প্রথমবার ৩ হাজারের নীচে নামল জেলার সংক্রমণ। তবে মৃত্যুর নিরিখে গোটা রাজ্যের ছবিটা কিছুটা আশা জাগালেও, এখনও শীর্ষে রয়েছে উত্তর চব্বিশ পরগনাই। কলকাতা শহরেও সংক্রমণ কমছে দ্রুতগতিতে। গত কয়েকদিন ৪ হাজারের কাছাকাছি পৌঁছে যাওয়া সংক্রমণ কমে আজকের দিনে দাঁড়িয়েছে ১,৪৮৯-এ। একদিনে শহরে মারা গিয়েছেন ৩২ জন।

আরও পড়ুন- ৩ বছরের মধ্যে রাস্তা ভাঙলে সারাবে ভারপ্রাপ্ত ঠিকাদার: কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর


Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version