Wednesday, November 5, 2025

রাজ্য সরকার যখন ইয়াস মোকাবিলায় নানা পদক্ষেপে ব্যস্ত, তখন দিলীপ ঘোষ সংবাদমাধ্যমের ভুল খবরের পাশাপাশি সরকারের ত্রুটি ধরে সমালোচনায় ব্যস্ত। মূল আক্রমণ মিডিয়ার বিরুদ্ধে।পাশাপাশি তাঁর সাফ কথা, লকডাউন করে মোটেই সংক্রমণ কমেনি। আর কী বললেন বিজেপি রাজ্য সভাপতি?

১. ইয়াস মোকাবিলায় মোটেই তিনি সরকারের প্রশংসা বা সমালোচনা কোনওটাই করেননি।

২. কৃষকনিধি সম্মান কেন্দ্রকে মোটেই দিতে নিষেধ করিনি। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি, রাজ্যের তালিকা ভাল করে স্ক্রুটিনি করতে।

৩. রাজনৈতিক হিংসায় দলের যারা বেঘর হয়েছে তাদের তালিকা মুখ্যসচিব পাঠাতে বলেছিলেন। পাঠিয়েও উত্তর পাইনি।

৪. বিধায়কদের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার খবর ভুল। ভোটের আগে বেশ কিছু নেতা-মন্ত্রীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়। ভোটের পর ১০মে সেই নিরাপত্তা তোলার কথা ছিল। দিলীপ জানান, নিজে অনুরোধ করে মে পর্যন্ত তা বৃদ্ধি করেছেন।

৫. মুখ্যমন্ত্রী বলছেন, ইয়াসে বাঁধ ভেঙেছে ১৩৪টি। কোথা থেকে হিসেব পেলেন? আমরা চাই কেন্দ্র টাকা দিক সরাসরি। রাজ্যকে নয়।

৬. সুন্দরবন বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ম্যানগ্রোভ না লাগিয়ে সেখানে সরকারি দলের নেতারা ভেড়ি তৈরি করছে। রাজীব ব্যানার্জি করার চেষ্টা করায় তাঁকে সরানো হয়।

৭. রাজ্য সরকার মালদহ সহ গঙ্গা বা অন্য নদীতে বাঁধের কাজ করেনি। বৃষ্টি আসে, পাড় ভাঙে, বোল্ডার ফেলা হয়। কেন একই কাজ প্রতিবার?

৮. গত বছর মুখ্যমন্ত্রী ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর কথা বলেন। অথচ এক বছরে ৫ লক্ষের বেশি লাগানো সম্ভব নয়। ম্যানগ্রোভের কী হলো, জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- অ্যাম্বুলেন্স নিয়ে করোনা রোগীদের দুয়ারে দেবশ্রী, কোভিড যোদ্ধাকে কুর্নিশ জলপাইগুড়িবাসীর


Related articles

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...
Exit mobile version