Friday, August 22, 2025

রাজ্য সরকার যখন ইয়াস মোকাবিলায় নানা পদক্ষেপে ব্যস্ত, তখন দিলীপ ঘোষ সংবাদমাধ্যমের ভুল খবরের পাশাপাশি সরকারের ত্রুটি ধরে সমালোচনায় ব্যস্ত। মূল আক্রমণ মিডিয়ার বিরুদ্ধে।পাশাপাশি তাঁর সাফ কথা, লকডাউন করে মোটেই সংক্রমণ কমেনি। আর কী বললেন বিজেপি রাজ্য সভাপতি?

১. ইয়াস মোকাবিলায় মোটেই তিনি সরকারের প্রশংসা বা সমালোচনা কোনওটাই করেননি।

২. কৃষকনিধি সম্মান কেন্দ্রকে মোটেই দিতে নিষেধ করিনি। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি, রাজ্যের তালিকা ভাল করে স্ক্রুটিনি করতে।

৩. রাজনৈতিক হিংসায় দলের যারা বেঘর হয়েছে তাদের তালিকা মুখ্যসচিব পাঠাতে বলেছিলেন। পাঠিয়েও উত্তর পাইনি।

৪. বিধায়কদের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার খবর ভুল। ভোটের আগে বেশ কিছু নেতা-মন্ত্রীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়। ভোটের পর ১০মে সেই নিরাপত্তা তোলার কথা ছিল। দিলীপ জানান, নিজে অনুরোধ করে মে পর্যন্ত তা বৃদ্ধি করেছেন।

৫. মুখ্যমন্ত্রী বলছেন, ইয়াসে বাঁধ ভেঙেছে ১৩৪টি। কোথা থেকে হিসেব পেলেন? আমরা চাই কেন্দ্র টাকা দিক সরাসরি। রাজ্যকে নয়।

৬. সুন্দরবন বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ম্যানগ্রোভ না লাগিয়ে সেখানে সরকারি দলের নেতারা ভেড়ি তৈরি করছে। রাজীব ব্যানার্জি করার চেষ্টা করায় তাঁকে সরানো হয়।

৭. রাজ্য সরকার মালদহ সহ গঙ্গা বা অন্য নদীতে বাঁধের কাজ করেনি। বৃষ্টি আসে, পাড় ভাঙে, বোল্ডার ফেলা হয়। কেন একই কাজ প্রতিবার?

৮. গত বছর মুখ্যমন্ত্রী ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর কথা বলেন। অথচ এক বছরে ৫ লক্ষের বেশি লাগানো সম্ভব নয়। ম্যানগ্রোভের কী হলো, জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- অ্যাম্বুলেন্স নিয়ে করোনা রোগীদের দুয়ারে দেবশ্রী, কোভিড যোদ্ধাকে কুর্নিশ জলপাইগুড়িবাসীর


Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version