Monday, November 17, 2025

“ভুল করে ফেলেছি”, বিজেপি ছেড়ে এবার তৃণমূলে ফিরতে চান রাজ্যের প্রাক্তন মন্ত্রী

Date:

বিধানসভা নির্বাচনে(assembly election) দল তাঁকে টিকিট না দেওয়ায় ‘বিক্ষুব্ধ’ জার্সি পিঠে চাপিয়ে বাকি অনেকের মতই গেরুয়া শিবিরে মাথা গুঁজেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাচ্চু হাঁসদাও(Bacchu Hansda)। তবে দল বদলে লাভ হয়নি। বিধানসভা নির্বাচনে বিজেপির(BJP) কার্যত ভরাডুবির পর অবশেষে তৃণমূলে ফেরার আবেদন জানালেন প্রাক্তন বিধায়ক(Ex MLA) বাচ্চু।

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাচ্চু হাঁসদা বলেন, ‘আমি বিজেপিতে যোগ দেওয়ার দু’দিন পরেই বুঝতে পেরেছিলাম ভুল করেছি। তখনই বার্তা পাঠিয়েছিলাম পুরোনো দলে। আমাকে ভোট মিটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছিল।’ তবে ভোট মিটে গিয়েছে। তৃণমূলের বিপুল জয়ের সঙ্গে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল থেকে বাচ্চুর ডাক আর আসেনি। এই পরিস্থিতিতে রাজ্য নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এই পরিস্থিতিতে দলের রাজ্য নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী।বোঝানোর চেষ্টা করছেন তৃণমূল ছেড়ে গেলেও তৃণমূলের কোনও ক্ষতি করেনি তিনি।

আরও পড়ুন-দুর্গত এলাকায় ছুটে গেলেন অভিষেক, জোর পেলেন বিপন্নরা

এ প্রসঙ্গে বাচ্চু বলেন, ‘ভোট প্রচারের সময় আমি গোপনে তৃণমূলকে সাহায্য করেছি। বেশ কিছু গোপন বৈঠকও তখন হয়েছে তৃণমূল নেতৃত্বর সঙ্গে।’ উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর একে একে তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন জানাতে শুরু করেছেন দলত্যাগীরা। এই তালিকায় ইতিমধ্যেই নাম উঠে এসেছে সোনালি গুহ, সরলা মুর্মূ, অমল আচার্যদের। এবার সেই পথে হেঁটে তৃণমূলের ফেরার আবেদন জানালেন বাচ্চু হাঁসদা।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version