Wednesday, May 14, 2025

বিগত কয়েক সপ্তাহ ধরে রাজ্য ও রাজ্যপাল(governor) দফায় দফায় সংঘাতের পর অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢালাও প্রশংসা করতে দেখা গেল জগদীপ ধনকড়কে(Jagdeep Dhankar)। সৌজন্যে ঘূর্ণিঝড় ইয়াস। বিধ্বংসী ঘূর্ণিঝড় মোকাবিলা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার যেভাবে কোমর বেঁধে মাঠে নেমে সবকিছু সামলে নিয়েছে, বুধবার সে প্রসঙ্গে টুইট করে মমতা সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করলেন ধনকড়।

 

বৃহস্পতিবার এক টুইটে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, “ঘূর্ণিঝড় মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ও তার সরকার যে দায়বদ্ধতা দেখিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।” শুধু তাই নয়, টুইটের সঙ্গে ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষদের জন্য রাজ্য সরকার যেভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে তার কিছু ছবিও তুলে ধরেন রাজ্যপাল। এই ছবির সঙ্গে তিনি আরও লেখেন, ‘ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়া যেন স্বচ্ছ পদ্ধতিতে হয় এবং প্রাপকরা যেন সরাসরি সুবিধা পান সে দিকে খেয়াল রাখতে হবে।’

প্রসঙ্গত, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়াস রাজ্যে আছড়ে পড়ার আগে আলিপুর আবহাওয়া দফতরে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে সেখানে গিয়েও ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হতে দেখা যায় তাকে। যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়। এরপর আলিপুর থেকে সরাসরি নবান্নে যান ধনকড়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘুরে দেখেন কন্ট্রোল রুম। ঝড়ের ঝাপটা কেটে যাওয়ার পর অবশেষে রাজ্য সরকার যেভাবে গোটা পরিস্থিতি সামলে নিয়েছে তার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল রাজ্যপালকে।

 

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version