Tuesday, November 4, 2025

অভিযুক্ত সাংবাদিক অভিষেককে ঘিরে রহস্য, পুলিশকে মেল সিবিআইয়ের

Date:

সিবিআই সেজে তোলাবাজিতে অভিযুক্ত সাংবাদিক অভিষেক সেনগুপ্তকে ঘিরে রহস্য ক্রমশ বাড়ছে। অভিষককে লালাবাজারে কি তুলে নিয়ে গিয়ে জেরা করা হয়েছিল? তাকে কি কসবা থানায় নিয়ে যাওয়া হয়? যাঁকে তুলে নিয়ে গিয়ে তোলা আদায় করা হয়েছিল, ব্যবসায়ী অজিত রায় কি অভিষেককে শনাক্ত করেন? সবটাই ২৪ ঘন্টা পরেও ধোঁয়াশার মধ্যে রয়েছে। অন্যদিকে সিবিআইয়ের নাম করে একটি দল তোলাবাজি করছে জানিয়ে কলকাতা পুলিশ কমিশনারকে বুধবার মেল করেছে সিবিআই।

আরও পড়ুন-মোর্চা ছেড়ে উপনির্বাচনে আলাদা লড়ুক সিপিএম, জেলা নেতৃত্বের চাপে অস্বস্তিতে আলিমুদ্দিন

গত মঙ্গলবার কসবার ব্যবসায়ী অজিত রায়কে সিবিআই জেরা করবে বলে জোর করে তুলে আনে বলে অভিযোগ অভিষেকের সঙ্গীরা। নিজাম প্যালেসের নিচে বসিয়ে রাখে। অভিযোগ, সিবিআই সেজে অভিষেক ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করে এবং মামলা সালটাতে ১কোটি টাকা দাবি করে। শেষ পর্যন্ত রফা হয় ১৫ লক্ষ টাকায়। টাকা দেওয়ার পর ব্যবসায়ীর সন্দেহ হলে কসবা থানায় অভিযোগ জানান। পুলিশ অভিযান চালিয়ে আপাতত ৫ জনকে গ্রেফতার করেছে। এরা হলো অনির্বাণ কাঞ্জিলাল (৪৩) , অর্ঘ্য সেনগুপ্ত (৪১), রাজু মণ্ডল (৪৫), জুলফিকার আলি (৩৪), আসরাফ আলি (৪০)। এদের আজই কোর্টে তোলা হবে। পুলিশ এদের বিরুদ্ধে ‘অ্যাবডাকশন ফর র‍্যানসম’ মামলা রুজু করেছে।

কিন্তু অভিষেককে নিয়ে রহস্য বাড়ছে। বুধবার শোনা গিয়েছিল অভিষেককে তুলে নিয়ে আসে লালবাজারের এআরএস জেরা করছে। পরে কসবা থানায় এনে শনাক্তকরণের কাজও চলছে। কিন্তু সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি পুলিশের তরফে। এর মাঝে সিবিআই সেজে একটি গ্যাং তোলা তুলছে জানিয়ে সিবিআইয়ের মেল কলকাতার পুলিশ কমিশনারকে। আর অন্যদিকে রিপাবলিক বাংলা চ্যানেলের নোটিশ দিয়ে ট্যুইট করে অভিষেকের সঙ্গে সম্পর্কচ্ছেদ। কিন্তু অভিষেক যদি অন্যতম অভিযুক্ত হয়, তাহলে তাকে এখনও কেন পুলিশ হেফাজতে নিল না? অভিষেক কোথায়? বলতে পারবে পুলিশ। পুলিশ জানাচ্ছে বাকিদের খোঁজে তল্লাশি চলছে। নাকি সেই মহল সক্রিয়, যারা অভিষেককে বাঁচাতে চায়!

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version