Wednesday, November 12, 2025

অভিযুক্ত সাংবাদিক অভিষেককে ঘিরে রহস্য, পুলিশকে মেল সিবিআইয়ের

Date:

সিবিআই সেজে তোলাবাজিতে অভিযুক্ত সাংবাদিক অভিষেক সেনগুপ্তকে ঘিরে রহস্য ক্রমশ বাড়ছে। অভিষককে লালাবাজারে কি তুলে নিয়ে গিয়ে জেরা করা হয়েছিল? তাকে কি কসবা থানায় নিয়ে যাওয়া হয়? যাঁকে তুলে নিয়ে গিয়ে তোলা আদায় করা হয়েছিল, ব্যবসায়ী অজিত রায় কি অভিষেককে শনাক্ত করেন? সবটাই ২৪ ঘন্টা পরেও ধোঁয়াশার মধ্যে রয়েছে। অন্যদিকে সিবিআইয়ের নাম করে একটি দল তোলাবাজি করছে জানিয়ে কলকাতা পুলিশ কমিশনারকে বুধবার মেল করেছে সিবিআই।

আরও পড়ুন-মোর্চা ছেড়ে উপনির্বাচনে আলাদা লড়ুক সিপিএম, জেলা নেতৃত্বের চাপে অস্বস্তিতে আলিমুদ্দিন

গত মঙ্গলবার কসবার ব্যবসায়ী অজিত রায়কে সিবিআই জেরা করবে বলে জোর করে তুলে আনে বলে অভিযোগ অভিষেকের সঙ্গীরা। নিজাম প্যালেসের নিচে বসিয়ে রাখে। অভিযোগ, সিবিআই সেজে অভিষেক ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করে এবং মামলা সালটাতে ১কোটি টাকা দাবি করে। শেষ পর্যন্ত রফা হয় ১৫ লক্ষ টাকায়। টাকা দেওয়ার পর ব্যবসায়ীর সন্দেহ হলে কসবা থানায় অভিযোগ জানান। পুলিশ অভিযান চালিয়ে আপাতত ৫ জনকে গ্রেফতার করেছে। এরা হলো অনির্বাণ কাঞ্জিলাল (৪৩) , অর্ঘ্য সেনগুপ্ত (৪১), রাজু মণ্ডল (৪৫), জুলফিকার আলি (৩৪), আসরাফ আলি (৪০)। এদের আজই কোর্টে তোলা হবে। পুলিশ এদের বিরুদ্ধে ‘অ্যাবডাকশন ফর র‍্যানসম’ মামলা রুজু করেছে।

কিন্তু অভিষেককে নিয়ে রহস্য বাড়ছে। বুধবার শোনা গিয়েছিল অভিষেককে তুলে নিয়ে আসে লালবাজারের এআরএস জেরা করছে। পরে কসবা থানায় এনে শনাক্তকরণের কাজও চলছে। কিন্তু সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি পুলিশের তরফে। এর মাঝে সিবিআই সেজে একটি গ্যাং তোলা তুলছে জানিয়ে সিবিআইয়ের মেল কলকাতার পুলিশ কমিশনারকে। আর অন্যদিকে রিপাবলিক বাংলা চ্যানেলের নোটিশ দিয়ে ট্যুইট করে অভিষেকের সঙ্গে সম্পর্কচ্ছেদ। কিন্তু অভিষেক যদি অন্যতম অভিযুক্ত হয়, তাহলে তাকে এখনও কেন পুলিশ হেফাজতে নিল না? অভিষেক কোথায়? বলতে পারবে পুলিশ। পুলিশ জানাচ্ছে বাকিদের খোঁজে তল্লাশি চলছে। নাকি সেই মহল সক্রিয়, যারা অভিষেককে বাঁচাতে চায়!

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version