Saturday, August 23, 2025

#IndiaWantsMamataDi, ট্যুইটার ট্রেন্ডিং-এ বেনজির ঝড় নেট-দুনিয়ায়

Date:

Share post:

‘বাংলা নিজের মেয়েকে চায়’৷ একুশের ভোটে তৃণমূলের এই স্লোগানকে এখন হেলায় হারিয়ে দিচ্ছে একটি ট্যুইটার- ট্রেন্ডিং (Twitter Trending)৷ #IndiaWantsMamataDi, এই টুইটার-ট্রেন্ডিং এর দাপটে বৃহস্পতিবার রাত থেকে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। “ভারত মমতা দিদিকে চাইছে” বলে ট্রেন্ড চলছে ট্যুইটারে। রাজনৈতিক মহলের অভিমত, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি এবং নরেন্দ্র মোদিকে হঠিয়ে নতুন সরকার গঠনের নেতৃত্ব দিতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই৷ এমনই বিশ্বাস জন্মেছে নেটিজেনদের একাংশের মতে। তাই প্রতিফলন এই ট্যুইটার- ট্রেন্ডিং৷’  ‘পরিবর্তন’-এরহাওয়া তুলে ৩৪ বছরের সিপিএম শাসন খতম করে ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় এসেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর আপোষহীন মনোভাব বাংলা-সহ গোটা দেশের রাজনৈতিক জগত ইতিমধ্যেই মেনে নিয়েছে৷ বাম-সাম্রাজ্য ধূলিসাৎ করার এই নেত্রীকে নিয়েই এবার ভারত-দখলের স্বপ্ন দেখছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। ওদিকে জাতীয় স্তরেও এর ইঙ্গিত মিলেছে। আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করেই লড়তে চাইছে বিজেপি বিরোধী দলগুলির একাংশ।

একুশের বঙ্গ-নির্বাচনে কার্যত দ্বিমুখী লড়াই হয়েছে৷ এই দ্বিমুখী লড়াইটি ছিলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদির মধ্যে। যেহেতু মমতা-মোদি লড়াই, তাই বিজেপি বাংলায় কোনও মুখ্যমন্ত্রী-মুখ নিয়ে নামার সাহস পায়নি৷ বিজেপি নির্বাচন পর্বের শুরু থেকেই প্রধানমন্ত্রীকেই মুখ করে ভোট চেয়েছে।ভোটের ফল প্রমাণ করেছে, তৃণমূলনেত্রীর জনপ্রিয়তাকে কোনও পর্বেই ছাপিয়ে যেতে পারেননি মোদি। গত বিধানসভায় বিজেপির ৩ আসনের তুলনায় এবার ৭৪টি আসন বেশি পেলেও, ৭৭ আসন নিয়ে সরকার গড়া যায়না৷ বিজেপি। বলা যায়, এই নির্বাচনে গেরুয়া শিবির তৃণমূলের কোনও ক্ষতিই করতে পারেনি৷ তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

নির্বাচনের প্রচারপর্বে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে তোপ দেগে দেশে অপশাসন এবং অগণতান্ত্রিক পরিস্থিতি তৈরি করার অভিযোগ তুলেছিলেন। প্রচারের সময়ই কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী-সহ দেশের হেভিওয়েট বিরোধী নেতাদের এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ার আহ্বান জানিয়েছিলেন মমতা। শিবসেনা, আরজেডি, এনসিপি, সমাজবাদী পার্টি-সহ অনেক দলই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা দেখিয়ে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছিল রাজ্যবাসীকে। আর বিজেপি-বিরোধীদের এই বার্তাতেই এখন ট্যুইটার- ট্রেন্ডিং-এর বিস্ফোরণ ঘটছে৷ ক্রমশ স্পষ্ট হচ্ছে, চব্বিশের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই বৃহত্তর বিরোধী জোট গড়তে পারে অবিজেপি দলগুলি৷ ২০১৯-এর থেকেও বেশি শক্তিশালী হয়ে কেন্দ্রে সরকার গঠন করতে পারেন মমতাই, মেগা হিট এই ট্যুইটার- ট্রেন্ডিং #IndiaWantsMamataDi, এমন বার্তাই দিচ্ছে নেট-দুনিয়ায়৷

Pp

 

spot_img

Related articles

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...