Wednesday, December 17, 2025

মোদির সঙ্গে একান্ত সাক্ষাতে ১৫ হাজার কোটি ক্ষতির তালিকা ধরালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করে ইয়াস পরবর্তী রাজ্যের ক্ষয়ক্ষতির রিপোর্ট বিস্তারিতভাবে তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)। মুখ্যমন্ত্রীর তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পেশ করা রিপোর্টে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ইয়াসের জেরে প্রাথমিকভাবে রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। পাশাপাশি, এই ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর পেশ করা রিপোর্টে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে শুভেন্দুর উপস্থিতি শুরু থেকেই জল্পনা বাড়িয়েছিল, হয়তো এই বৈঠকে উপস্থিত থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দক্ষিণ ২৪ পরগনা থেকে মমতা জানিয়ে দেন বেশ কিছু সমস্যার কারণে রিভিউ মিটিংয়ে তিনি থাকতে পারছেন না। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলবেন তিনি। সেইমতো রিভিউ মিটিংয়ের আগে ১৫ মিনিটের জন্য সময় দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। এরপর দক্ষিণ ২৪ পরগনা থেকে হেলিকপ্টারে সরাসরি কলাইকুন্ডায় পৌঁছন মমতা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে ইয়াস পরবর্তী ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট তুলে দেন তিনি। এই রিপোর্টে দাবি করা হয়েছে প্রাথমিকভাবে রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ হাজার কোটি টাকা।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে অল্প কিছু সময় কথা বলার পর ফের দীঘার উদ্দেশ্যে উড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইয়াসের জেরে ক্ষয়ক্ষতির সামাল দিতে একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পাশাপাশি ঘুরে দেখবেন গোটা এলাকা। অন্যদিকে মমতা সাক্ষাতের পর রাজ্যের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে প্রশাসনিক কর্তাদের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল, জগদীপ ধনকড়কে সঙ্গে নিয়ে রিভিউ মিটিংয়ে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Pp

Advt

spot_img

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...