নারদ মামলায় শর্তাধীন জামিন ফিরহাদ, সুব্রত, মদন ও শোভনের

অবশেষে শর্তাধীন জামিন পেলেন নারদ মামলায় গৃহবন্দি থাকা চার নেতা-মন্ত্রী৷ হাইকোর্ট গত ১৭ মে এই চারজনের জামিনে যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিলো, তা প্রত্যাহার করেছে বৃহত্তর বেঞ্চ৷ দু’লক্ষ টাকার বণ্ডে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন চারজন৷ জামিনের শর্ত হিসাবে বলা হয়েছে,

১) এই মামলার বিষয়ে মিডিয়ায় কিছু বলা যাবে না৷

২) জামিনের নির্দেশ এই মামলার চূড়ান্ত রায়ের উপর নির্ভর করবে৷

৩) CBI এই মামলার তদন্ত চালাতে চাইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চালাতে পারে৷

ফিরহাদ, সুব্রত ও শোভন বর্তমানে নিজেদের বাড়িতেই গৃহবন্দি, হাসপাতালে মদন৷ এই চারজনকে CBI গত ১৭ মে গ্রেফতার করে, জামিন পেলেন ২৮ মে৷

Previous articleইয়াস পরবর্তী ক্ষয়ক্ষতির জানতে ওড়িশায় পট্টনায়কের সঙ্গে রিভিউ মিটিং সারলেন মোদি
Next articleযোগীরাজ্যে বিষ মদ খেয়ে মৃত ১১, অভিযুক্তদের বিরুদ্ধে ‘এনএসএ’ লাগানোর নির্দেশ