Wednesday, November 5, 2025

‘করোনাকালে ক্ষতিপূরণের টাকা চাই না’, ইয়াস পরবর্তী রিভিউ বৈঠকে মোদিকে বললেন নবীন

Date:

ইয়াস(Yaas) পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার ওড়িশার(Odisha) ভুবনেশ্বরে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের(Naveen Patnaik) সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এই বৈঠকে ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হলেও, কেন্দ্রের কাছ থেকে কোনওরকম রিলিফ প্যাকেজ রাজ্য নিতে চায় না বলে এদিন জানিয়ে দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। শুক্রবার টুইট করে এই তথ্য প্রকাশ করেন নবীন পট্টনায়ক জানান, করোনা পরিস্থিতির জেরে এমনিতেই দেশের অবস্থা গুরুতর, এর মাঝে ওড়িশা সরকার চায় না কেন্দ্রের ওপর আর কোনওরকম বোঝা বাড়ুক।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শুক্রবার এক টুইটে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক লেখেন, ‘ করোনা মহামারী দেশে চরম আকার নিয়েছে। এমন একটি সময়ে কেন্দ্র সরকারের উপর নতুন করে যাতে কোনরকম বোঝা না বাড়ে তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে কোনওরকম আর্থিক সহায়তার আবেদন আমরা করিনি। রাজ্যের নিজস্ব অর্থে গুরুতর এই পরিস্থিতি মোকাবিলার সমস্ত রকম চেষ্টা আমরা করব।’

আরও পড়ুন:আলাপনকে মাথায় রেখে দিঘার পুনর্গঠনে রাজ্য সরকার

এপ্রসঙ্গে ওড়িশার স্টেট রিলিফ কমিশনার প্রদীপ জৈন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা রিভিউ মিটিং এ প্রধানমন্ত্রীর কাছে কোনওরকম আর্থিক রিলিফ প্যাকেজের দাবী করিনি। তবে দুটি দাবি রাখা হয়েছে, তার হল Disaster resilience power system এবং coastal storm surge protection। যদিও ইয়াস পরবর্তী ক্ষয় ক্ষতির হিসেব কষে ইতিমধ্যেই ওড়িশা বাংলা ও পশ্চিমবঙ্গের জন্য মোট ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফে। যার মধ্যে ৫০০ কোটি টাকা দেওয়া হবে ওড়িশাকে। এবং বাকি ৫০০ কোটি টাকা ভাগ করে দেওয়া হবে বাংলা এবং ঝাড়খন্ডকে।

Pp

Related articles

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...
Exit mobile version