IPL: বাকি ম্যাচ আমিরশাহীতে, ঘোষণা করল BCCI

চলতি বছরে ক্রোড়পতি আইপিএল (IPL) বেশ ঢাকঢোল পিটিয়ে শুরু হলেও করোনা দ্বিতীয় ঢেউ মাঝপথেই ভেস্তে দেয় টুর্নামেন্টকে। হাইভোল্টেজ লিগ শেষ হবে কিনা, তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা যায়। বিসিসিআই (BCCI) কর্তাদের কপালে ভাঁজ পড়ে। বাকী ম্যাচগুলি কেথায় হবে তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়। অবশেষে আজ সমাধান সূত্র বের হয়। আজ, শনিবার, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajiv Sukla) জানান, আইপিএলের বাকী ম্যাচগুলি হবে সংযুক্ত আরব আমিরশাহীতে (Arab Emirates)। গত বছরও করোনা (Corona) আবহের মধ্যে আমিরশাহীতে আইপিএলের সব ম্যাচ আয়োজন হয়েছিল।

কিন্তু এবারে শুরুর দিকে প্রথমে ভারতের মাটিতেই আইপিএল শুরু হয়। তারপরই দেশে সেকেন্ড ওয়েভের বাড়বাড়ন্ত শুরু হয়। একের পর এক খেলোয়াড় করোনায় আক্রান্ত হতে থাকেন। শেষে এক প্রকার বাধ্য হয়েই মাঝপথেই আইপিএল বন্ধ করতে হয়। তারপর থেকেই এই প্রতিযোগিতার বাকী অংশ কোথায় আয়োজিত হবে তা নিয়ে আলোচনা চলছিল।

বোর্ড সূত্রে খবর, প্রথমে পছন্দের নাম হিসেবে ইংল্যান্ডের নাম উঠে এসেছিল। কিন্তু পরে জানা যায় সংযুক্ত আরব আমিরশাহীতেই আইপিএল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সেই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তবে কবে থেকে আইপিএলের বাকী ম্যাচ ওই দেশে শুরু হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ আমিরশাহীতে আইপিএল টুর্নামেন্টের আয়োজন করা হতে পারে।

Pp

Previous articleবিষমদ খেয়ে উওরপ্রদেশে মৃত ২২, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ২৮
Next articleমমতাকে আক্রমণ করতে গিয়ে খেই হারালেন শুভেন্দু