Sunday, November 16, 2025

মুখ্যমন্ত্রীর পালটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করতে গিয়ে খেই হারিয়ে ফেললেন বিজেপি (Bjp) নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। যে উদাহরণগুলি তিনি দিলেন, তা নিতান্তই জোলো। বিরোধীদের মতে, মনে হচ্ছিল শুভেন্দু খেই হারিয়ে ফেলেছেন। মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠকে বিরোধী দলনেতার ভূমিকা কী? নিজের অবস্থান নিয়ে এই কথাটার জবাব দিতে পারেনি শুভেন্দু অধিকারী।

শুক্রবার, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য তথা জাতীয় রাজনীতি। শনিবার দুপুরে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁকে শুধু নয়, মুখ্যসচিবকেও হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সেই সাংবাদিক বৈঠকের আধঘণ্টার মধ্যেই ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। তাঁর পাল্টা যুক্তি প্রধানমন্ত্রীর বৈঠকে তাঁর থাকা নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তি। উদাহরণ হিসাবে ওড়িশা, গুজরাতের উদাহরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর বক্তব্য, ওড়িশায় বিরোধী নেতাকে ডাকা হয়েছিল। কিন্তু তিনি কোভিড (Covid) আক্রান্ত হওয়ায় তিনি থাকতে পারেননি। হেলিকপ্টারে (Helicopter) মুখ্যমন্ত্রীর বেশিক্ষণ আকাশপথে থাকতে বাধ্য হওয়ার কথাটিকেও নস্যাৎ করার চেষ্টা করেছেন শুভেন্দু।

মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে বলেন, “বাংলা স্বার্থে প্রধানমন্ত্রীর পা ধরতে রাজি আছি”। তার পাল্টা শুভেন্দু বলেন, “প্রধানমন্ত্রীর পা ধারার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর পা ধরতে হবে না। সংবিধান মেনে চলুন”। একবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ, কখনো সংবিধান না মানার অভিযোগ, কখনো আবার কেন মুখ্যমন্ত্রী আমলাদের হয়ে কথা বলছেন তাই নিয়ে অভিযোগ। কিন্তু আদতে ঠিক কী নিয়ে সাংবাদিক বৈঠক করতে চাইলেন শুভেন্দু অধিকারী- সেটা স্পষ্ট হল না। এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যেতে গিয়ে বারবার খেই হারিয়েছেন তিনি।

Pp

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version