Friday, August 22, 2025

চলতি বছরে ক্রোড়পতি আইপিএল (IPL) বেশ ঢাকঢোল পিটিয়ে শুরু হলেও করোনা দ্বিতীয় ঢেউ মাঝপথেই ভেস্তে দেয় টুর্নামেন্টকে। হাইভোল্টেজ লিগ শেষ হবে কিনা, তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা যায়। বিসিসিআই (BCCI) কর্তাদের কপালে ভাঁজ পড়ে। বাকী ম্যাচগুলি কেথায় হবে তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়। অবশেষে আজ সমাধান সূত্র বের হয়। আজ, শনিবার, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajiv Sukla) জানান, আইপিএলের বাকী ম্যাচগুলি হবে সংযুক্ত আরব আমিরশাহীতে (Arab Emirates)। গত বছরও করোনা (Corona) আবহের মধ্যে আমিরশাহীতে আইপিএলের সব ম্যাচ আয়োজন হয়েছিল।

কিন্তু এবারে শুরুর দিকে প্রথমে ভারতের মাটিতেই আইপিএল শুরু হয়। তারপরই দেশে সেকেন্ড ওয়েভের বাড়বাড়ন্ত শুরু হয়। একের পর এক খেলোয়াড় করোনায় আক্রান্ত হতে থাকেন। শেষে এক প্রকার বাধ্য হয়েই মাঝপথেই আইপিএল বন্ধ করতে হয়। তারপর থেকেই এই প্রতিযোগিতার বাকী অংশ কোথায় আয়োজিত হবে তা নিয়ে আলোচনা চলছিল।

বোর্ড সূত্রে খবর, প্রথমে পছন্দের নাম হিসেবে ইংল্যান্ডের নাম উঠে এসেছিল। কিন্তু পরে জানা যায় সংযুক্ত আরব আমিরশাহীতেই আইপিএল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সেই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তবে কবে থেকে আইপিএলের বাকী ম্যাচ ওই দেশে শুরু হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ আমিরশাহীতে আইপিএল টুর্নামেন্টের আয়োজন করা হতে পারে।

Pp

Related articles

DHFC-র হাত ধরে বাংলায় ডুরান্ড আসুক, চাইছেন সঞ্জয়

মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই। কিন্তু ডুরান্ড ফাইনাল ঘিরে বাংলা জুড়ে হৈচৈ। হবে নাই বা কেন, অভিষেক হওয়া ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)...

কেরালায় ‘গণধর্ষণে’র শিকার মহেশতলার তরুণী, সাহায্যে টিম পাঠালেন সাংসদ অভিষেক

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...
Exit mobile version