Tuesday, November 11, 2025

মুখ্যমন্ত্রীর পালটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করতে গিয়ে খেই হারিয়ে ফেললেন বিজেপি (Bjp) নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। যে উদাহরণগুলি তিনি দিলেন, তা নিতান্তই জোলো। বিরোধীদের মতে, মনে হচ্ছিল শুভেন্দু খেই হারিয়ে ফেলেছেন। মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠকে বিরোধী দলনেতার ভূমিকা কী? নিজের অবস্থান নিয়ে এই কথাটার জবাব দিতে পারেনি শুভেন্দু অধিকারী।

শুক্রবার, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য তথা জাতীয় রাজনীতি। শনিবার দুপুরে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁকে শুধু নয়, মুখ্যসচিবকেও হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সেই সাংবাদিক বৈঠকের আধঘণ্টার মধ্যেই ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। তাঁর পাল্টা যুক্তি প্রধানমন্ত্রীর বৈঠকে তাঁর থাকা নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তি। উদাহরণ হিসাবে ওড়িশা, গুজরাতের উদাহরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর বক্তব্য, ওড়িশায় বিরোধী নেতাকে ডাকা হয়েছিল। কিন্তু তিনি কোভিড (Covid) আক্রান্ত হওয়ায় তিনি থাকতে পারেননি। হেলিকপ্টারে (Helicopter) মুখ্যমন্ত্রীর বেশিক্ষণ আকাশপথে থাকতে বাধ্য হওয়ার কথাটিকেও নস্যাৎ করার চেষ্টা করেছেন শুভেন্দু।

মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে বলেন, “বাংলা স্বার্থে প্রধানমন্ত্রীর পা ধরতে রাজি আছি”। তার পাল্টা শুভেন্দু বলেন, “প্রধানমন্ত্রীর পা ধারার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর পা ধরতে হবে না। সংবিধান মেনে চলুন”। একবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ, কখনো সংবিধান না মানার অভিযোগ, কখনো আবার কেন মুখ্যমন্ত্রী আমলাদের হয়ে কথা বলছেন তাই নিয়ে অভিযোগ। কিন্তু আদতে ঠিক কী নিয়ে সাংবাদিক বৈঠক করতে চাইলেন শুভেন্দু অধিকারী- সেটা স্পষ্ট হল না। এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যেতে গিয়ে বারবার খেই হারিয়েছেন তিনি।

Pp

 

Related articles

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...

অঙ্গ দান-প্রতিস্থাপনে বিপ্লব আসছে রাজ্যে! হার্ট-লিভার-কিডনি ব্যাঙ্কের পরিকল্পনা: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে আরও অর্গ্যান ব্যাঙ্ক তৈরি হোক। চান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banarjee)। মঙ্গলবার, ভ্রাম্যমাণ...

ইডেনে ঘূর্ণি পিচের আভাস, স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতিতে জোর গিলদের

শীতের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল। ভারত-দক্ষিণ আফ্রিকা(India VS South Afrcia) প্রথম টেস্টের আগে চর্চায় ইডেনের  পিচ। শহরে আসার...
Exit mobile version