Thursday, August 21, 2025

যোগীরাজ্যে ব্রিজ থেকে গঙ্গায় ছুড়ে ফেলা হচ্ছে মৃতদেহ, প্রকাশ্যে শিউরে ওঠার মতো ভিডিও

Date:

গঙ্গায় ভাসছে সারি সারি মৃতদেহ(dead body) বুকে ভয় ধরিয়ে দেওয়া সেই ছবিটা আগেই দেখেছি গোটা দেশ। জানিয়ে একে অপরের ওপর দোষারোপ করব চলেছে এবার শিউরে ওঠার মতো সেই দৃশ্য ধরা পড়ল মোবাইল ক্যামেরায়। রীতিমত ভাইরাল হয়ে যাওয়া যোগীরাজ্য উত্তরপ্রদেশের(Uttar Pradesh) এই ভিডিওতে দেখা যাচ্ছে দুজন ব্যক্তি ব্রিজের ওপর থেকে করোনায়(Corona) মৃতের দেহ ছুড়ে গঙ্গায় ফেলে দিচ্ছেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে এত কড়াকড়ি নিয়মকানুন তবে কি শুধুই খাতায়-কলমে?

জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের বলরামপুরের(Balarampur)। ভাইরাল হয়ে যাওয়া ভয়াবহ ওই ভিডিওতে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টির মাঝে দুজন ব্যক্তি প্লাস্টিকে জড়ানো একটি মৃতদেহ ব্রিজ থেকে নিচে গঙ্গায় ফেলে দিচ্ছেন। মৃতদেহটি প্লাস্টিকে জড়ানো। যারা দেহটি ফেলে দিচ্ছে তাদের মধ্যে একজন পিপিই কিট পরে রয়েছে। যার ফলে সন্দেহ করা হচ্ছে মৃতদেহটি করোনা আক্রান্ত কোনও ব্যক্তির। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। বলরামপুর এর মুখ্য মেডিকেল অফিসার ভিবি সিং বলেন, ‘গত ২৫ মে কোভিড আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি। তিনদিন বাদে তাঁর মৃত্যু হয়। যার পর নিয়মমাফিক কোভিড প্রোটোকল মেনে বাড়ির লোকের হাতে মরদেহ তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, আত্মীয়রাই মৃতদেহ নদীর জলে ছুঁড়ে ফেলেছেন। গোটা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন:হোটেল, হাসপাতালের যৌথ উদ্যোগে ভ্যাকসিন প্যাকেজে ‘না’, সাফ জানাল কেন্দ্র

উল্লেখ্য, সম্প্রতি গঙ্গায় শয়ে শয়ে মৃতদেহ ভেসে যাওয়ার ছবি দেখে আঁতকে উঠেছিল গোটা দেশ। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল বিহার ও উত্তরপ্রদেশের দিকে। এরপরই পরিস্থিতি মোকাবিলা করতে কড়া নির্দেশিকা জারি করা হয় দুই রাজ্যের সরকারের তরফে। তবে সে নির্দেশিকা যে খাতায়-কলমে বন্দী এবং উত্তরপ্রদেশে করোনায় মৃতের দেহ যে এখনো অবলীলায় গঙ্গায় ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে এই ভিডিও তারই প্রমাণ দেয়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version