Saturday, August 23, 2025

নারদ-মামলা স্থানান্তর নিয়ে CBI-এর পেশ করা আবেদনের ফের শুনানি সোমবার৷ পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে এই শুনানি হবে৷ রবিবার রাতে প্রকাশিত হাইকোর্টের ‘কজ-লিস্ট’-এ এই মামলার শুনানির কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার CBI জোরালো আপত্তি জানানো সত্ত্বেও বৃহত্তর বেঞ্চ এই মামলায় ১৭ মে গ্রেফতার হওয়া চার নেতা-মন্ত্রী, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে৷ হেফাজতে থাকা চারজনই এখন মুক্ত৷ ওদিকে CBI একইসঙ্গে নারদ-মামলা স্থানান্তরের আর্জিও জানিয়েছে বৃহত্তর বেঞ্চে ৷ তদন্তকারী সংস্থার সওয়াল, যেহেতু অভিযুক্ত চারজনই যথেষ্ট প্রভাবশালী, সেই কারনেই নির্দিষ্ট আদালতে নিরপেক্ষ এবং চাপমুক্ত বিচার সম্ভব নয়৷

অন্যদিকে, হাইকোর্টেরই অন্যতম বিচারপতি অরিন্দম সিনহা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি-সহ বৃহত্তর বেঞ্চের পাঁচ বিচারপতিকেই চিঠি লিখে বলেছেন, CBI-এর মামলা স্থানান্তরের আবেদন শোনার এক্তিয়ার পাঁচ বিচারপতির বেঞ্চের নেই৷ এই আবেদন ডিভিশন বেঞ্চও শুনতে পারেনা৷ হাইকোর্টের কার্যপদ্ধতি বলছে, এ ধরনের মামলা স্থানান্তরের আর্জি শুনতে পারে একমাত্র সিঙ্গল বেঞ্চ৷ বিচারপতি সিনহা ওই চিঠিতে লিখেছেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এই সিদ্ধান্তে কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্টের বিচারপতিরা গোটা দেশের কাছে ‘উপহাসের পাত্র’ হয়ে উঠেছেন৷

এই চিঠির বিষয়ে হাইকোর্ট কী সিদ্ধান্ত নিচ্ছে, তা এখনও জানা যায়নি৷ সেই পরিস্থিতির মাঝেই সোমবার এই মামলার ফের শুনানি বৃহত্তর বেঞ্চ এই হতে চলেছে৷

আরও পড়ুন- ২৬ ঘণ্টারও কম সময়ে এভারেস্টের চূড়ায় উঠে রেকর্ড গড়লেন মহিলা পর্বতারোহী

Pp

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version