Monday, November 3, 2025

নারদ-মামলা স্থানান্তর নিয়ে CBI-এর আবেদনের ফের শুনানি সোমবার

Date:

নারদ-মামলা স্থানান্তর নিয়ে CBI-এর পেশ করা আবেদনের ফের শুনানি সোমবার৷ পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে এই শুনানি হবে৷ রবিবার রাতে প্রকাশিত হাইকোর্টের ‘কজ-লিস্ট’-এ এই মামলার শুনানির কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার CBI জোরালো আপত্তি জানানো সত্ত্বেও বৃহত্তর বেঞ্চ এই মামলায় ১৭ মে গ্রেফতার হওয়া চার নেতা-মন্ত্রী, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে৷ হেফাজতে থাকা চারজনই এখন মুক্ত৷ ওদিকে CBI একইসঙ্গে নারদ-মামলা স্থানান্তরের আর্জিও জানিয়েছে বৃহত্তর বেঞ্চে ৷ তদন্তকারী সংস্থার সওয়াল, যেহেতু অভিযুক্ত চারজনই যথেষ্ট প্রভাবশালী, সেই কারনেই নির্দিষ্ট আদালতে নিরপেক্ষ এবং চাপমুক্ত বিচার সম্ভব নয়৷

অন্যদিকে, হাইকোর্টেরই অন্যতম বিচারপতি অরিন্দম সিনহা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি-সহ বৃহত্তর বেঞ্চের পাঁচ বিচারপতিকেই চিঠি লিখে বলেছেন, CBI-এর মামলা স্থানান্তরের আবেদন শোনার এক্তিয়ার পাঁচ বিচারপতির বেঞ্চের নেই৷ এই আবেদন ডিভিশন বেঞ্চও শুনতে পারেনা৷ হাইকোর্টের কার্যপদ্ধতি বলছে, এ ধরনের মামলা স্থানান্তরের আর্জি শুনতে পারে একমাত্র সিঙ্গল বেঞ্চ৷ বিচারপতি সিনহা ওই চিঠিতে লিখেছেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এই সিদ্ধান্তে কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্টের বিচারপতিরা গোটা দেশের কাছে ‘উপহাসের পাত্র’ হয়ে উঠেছেন৷

এই চিঠির বিষয়ে হাইকোর্ট কী সিদ্ধান্ত নিচ্ছে, তা এখনও জানা যায়নি৷ সেই পরিস্থিতির মাঝেই সোমবার এই মামলার ফের শুনানি বৃহত্তর বেঞ্চ এই হতে চলেছে৷

আরও পড়ুন- ২৬ ঘণ্টারও কম সময়ে এভারেস্টের চূড়ায় উঠে রেকর্ড গড়লেন মহিলা পর্বতারোহী

Pp

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version