Sunday, November 9, 2025

ইন্ডাস্ট্রিকে বাঁচাতে আগামিকাল থেকেই প্রত্যেক শিল্পী, কলাকুশলীর টিকাকরণ শুরু বলিউডে

Date:

করোনা সংক্রমণে (covid situation) জেরে অত্যন্ত বেহাল অবস্থা বলিউডের (lock down in Bollywood)। শুটিং একেবারেই বন্ধ। কাজ নেই প্রায় কারওরই। চরম অর্থ সংকটের মুখে কার্যত গোটা(financially distressed situation) বলিউড। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চিকিৎসকদের পরামর্শ সকলের ভ্যাকসিনেশন( vaccination)। তাই আগামিকাল থেকেই প্রত্যেক কলাকুশলীর টিকাকরণ শুরু হতে চলেছে বলিউডে। টিকাকরণ ছাড়া বিকল্প নেই। এমতাবস্থায় মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির টিকাকরণের দায়িত্বে এগিয়ে এল দ্য প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। এই মানবিক উদ্যোগে তাদের সঙ্গে যুক্ত হয়েছে ফেডারেশনও। শিল্পী, কলাকুশলী মিলিয়ে মোট ১০ হাজার কর্মীর টিকাকরণ হবে।

প্রোডিউসারস গিল্ডের (producers guild)তরফে আগামিকাল অর্থাৎ ১ জুন থেকেই শুরু হতে চলেছে কর্মীদের টিকাকরণ প্রক্রিয়া। চলবে ৬ জুন পর্যন্ত। বান্দ্রার মেহবুব স্টুডিয়োতে (Mehboob studio Bandra)টিকা দেওয়া হবে। প্রোডিউসারস গিল্ডের সভাপতি প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর জানিয়েছেন, একা প্রোডিউসারস গিল্ডের তরফে এই উদ্যোগকে বাস্তবায়িত করা সম্ভব ছিল না। তাই সবাই মিলে এগিয়ে আসায় তাঁরা অত্যন্ত আনন্দিত। গিল্ডের সহ সভাপতি মণীশ গোস্বামী এ দিন বলেন, “আমরা ৫ হাজার জনকে টিকা দেওয়ার চেষ্টা করছি। প্রতিটি টিকার দাম হাজার টাকা। সেই টাকা নিজেদের কর্মীর জন্য আলাদা আলাদা ভাবে প্রযোজনা সংস্থাগুলি বহন করছে।” অন্যদিকে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন এবং সিনে ফেডারেশনের তরফে জানান হয়েছে আগামী মাসের ১০ থেকে ১৫ তারিখ পর্যন্ত তাঁদের কর্মীদেরও বিনামূল্যে টিকা দেওয়া হবে। প্রায় পাঁচ হাজার কর্মীকে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছেন ওঁরাও।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version