Monday, August 25, 2025

জুন মাসে ১০ কোটি কোভিশিল্ডের টিকা তৈরি হবে, কেন্দ্রকে জানালো সেরাম ইনস্টিটিউট

Date:

Share post:

দেশজুড়ে এখন করোনা ( huge demand of corona vaccine) ভ্যাকসিনের প্রবল চাহিদা। রাজ্যগুলি প্রায় প্রতিদিনই ভ্যাকসিন এর জন্য কেন্দ্রের কাছে দরবার করছে। এই অবস্থায় সেরাম ইনস্টিটিউট কেন্দ্রকে স্বস্তি দিল। পুণের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (Serum Institute of India, pune) জানিয়েছে জুন মাসেই ১০ কোটি কোভিশিল্ড (10 crore covishield dose) ভ্যাকসিন তৈরি করা হবে । রবিবার রি খবর জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে (Central Home minister Amit Shah) একটি চিঠিও লিখেছে সেরাম। চিঠিতে সেরামের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সংস্থার কর্মীরা ২৪ ঘন্টা দিনরাত এক করে , বাড়তি শ্রম দিয়ে কাজ করছেন। সেরামের অধিকর্তা প্রকাশ কুমার সিং স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, জুন মাসের মধ্যেই কোভিশিল্ডের ৯ থেকে ১০ কোটি ভ্যাকসিন তৈরি ও বিলি করা হবে। সংস্থার সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন আমাদের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে সবরকম সহযোগিতা করবে সেরাম।” সিইও আরো জানালেন, কেন্দ্রীয় সরকারকে লেখা চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, জুনেই ১০ কোটি টিকা উৎপাদন এবং সরবরাহ করা হবে । এদিকে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, জুন মাসেই ১০ থেকে ১২ কোটি কোভিশিল্ডের ডোজ তৈরি করবে সিরাম ইনস্টিটিউট। ওদিকে জুলাই শেষ হওয়ার আগে আরো ২০ থেকে ২৫ কোটি কোভিশিল্ডের তৈরি হবে। আর আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে আরও ৩০ কোটি ভ্যাকসিনের ডোজ। শ্রীরাম ইনস্টিটিউট তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে ভারতে ভ্যাকসিন নিয়ে আর কোনো সঙ্কট তৈরি হবে না বলে মত সুপ্রিমকোর্টের ভ্যাকসিন বিশেষজ্ঞ কমিটির। ভারতের এখনো পর্যন্ত করোনা টিকা হিসেবে প্রধানত কোভিশিল্ড আর কোভ্যাক্সিন ব্যবহৃত হচ্ছে।

spot_img

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...