Saturday, December 20, 2025

জুন মাসে ১০ কোটি কোভিশিল্ডের টিকা তৈরি হবে, কেন্দ্রকে জানালো সেরাম ইনস্টিটিউট

Date:

Share post:

দেশজুড়ে এখন করোনা ( huge demand of corona vaccine) ভ্যাকসিনের প্রবল চাহিদা। রাজ্যগুলি প্রায় প্রতিদিনই ভ্যাকসিন এর জন্য কেন্দ্রের কাছে দরবার করছে। এই অবস্থায় সেরাম ইনস্টিটিউট কেন্দ্রকে স্বস্তি দিল। পুণের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (Serum Institute of India, pune) জানিয়েছে জুন মাসেই ১০ কোটি কোভিশিল্ড (10 crore covishield dose) ভ্যাকসিন তৈরি করা হবে । রবিবার রি খবর জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে (Central Home minister Amit Shah) একটি চিঠিও লিখেছে সেরাম। চিঠিতে সেরামের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সংস্থার কর্মীরা ২৪ ঘন্টা দিনরাত এক করে , বাড়তি শ্রম দিয়ে কাজ করছেন। সেরামের অধিকর্তা প্রকাশ কুমার সিং স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, জুন মাসের মধ্যেই কোভিশিল্ডের ৯ থেকে ১০ কোটি ভ্যাকসিন তৈরি ও বিলি করা হবে। সংস্থার সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন আমাদের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে সবরকম সহযোগিতা করবে সেরাম।” সিইও আরো জানালেন, কেন্দ্রীয় সরকারকে লেখা চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, জুনেই ১০ কোটি টিকা উৎপাদন এবং সরবরাহ করা হবে । এদিকে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, জুন মাসেই ১০ থেকে ১২ কোটি কোভিশিল্ডের ডোজ তৈরি করবে সিরাম ইনস্টিটিউট। ওদিকে জুলাই শেষ হওয়ার আগে আরো ২০ থেকে ২৫ কোটি কোভিশিল্ডের তৈরি হবে। আর আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে আরও ৩০ কোটি ভ্যাকসিনের ডোজ। শ্রীরাম ইনস্টিটিউট তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে ভারতে ভ্যাকসিন নিয়ে আর কোনো সঙ্কট তৈরি হবে না বলে মত সুপ্রিমকোর্টের ভ্যাকসিন বিশেষজ্ঞ কমিটির। ভারতের এখনো পর্যন্ত করোনা টিকা হিসেবে প্রধানত কোভিশিল্ড আর কোভ্যাক্সিন ব্যবহৃত হচ্ছে।

spot_img

Related articles

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...