Sunday, November 9, 2025

পূজার সোনা, মেরির রুপো, এশিয়ান বক্সিংয়ে আজ সোনার লড়াইয়ে ভারতের তিন

Date:

Share post:

চলতি এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম সোনাটি এনে দিলেন পূজা রানি। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন এমসি মেরি কমকে অবশ্য রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হলো। রুপো জিতেছেন লালবুয়াতসাইহি এবং অনুপমা। কাল সোনা জয়ের লড়াইয়ে নামবেন তিন পুরুষ বক্সার।মহিলাদের ৭৫ কেজি বিভাগে গতবারের চ্যাম্পিয়ন পূজা রানি উজবেক প্রতিপক্ষ মাভলুদা মভলনোভাকে হারালেন ৫-০ ব্যবধানে।

আজ দুবাইয়ে মহিলা বক্সিংয়ের ৫১ কেজি বিভাগের ফাইনালে কাজাখস্তানের নাজিম কাইজাইবের বিরুদ্ধে রিংয়ে নেমেছিলেন মেরি। টোকিও অলিম্পিক্সের আগে করোনা পরিস্থিতিতে অনুশীলন যেভাবে ব্যাহত হয়েছিল তা খানিকটা পুষিয়ে নিতেই এই প্রতিযোগিতায় নামার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

ফাইনালে স্প্লিট ভারডিক্টে মেরি পরাস্ত হলেন ২-৩ ব্যবধানে। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হলো। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে এটি মেরির সপ্তম পদক। ২০০৩ সালে তিনি প্রথম সোনা জিতেছিলেন এই প্রতিযোগিতায়। রুপো জেতার সঙ্গে সঙ্গে মেরি ৫ হাজার মার্কিন ডলার পুরস্কারমূল্য পেলেন।
এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের দ্বিতীয় রুপোটি এনে দেন লালবুয়াতসাইহি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর কাজাখ প্রতিপক্ষের কাছে তিনি পরাস্ত হলেন ৩-২ ব্যবধানেই। ৮১+ কেজি বিভাগে রুপো জেতেন অনুপমা। পুরুষদের ৫২ কেজি বিভাগের ফাইনালে কাল অলিম্পিক তথা বিশ্বচ্যাম্পিয়ন উজবেকিস্তানের শাখোবিদিন জইরভের মুখোমুখি হবেন গতবারের চ্যাম্পিয়ন অমিত পঙ্ঘল।
সিমরনজিৎ কৌর (৫৭ কেজি), বিকাশ কৃষ্ণন (৬৯ কেজি) ও লভলিনা বর্জোহাইন (৬৯ কেজি) বিভাগে ব্রোঞ্জ জেতেন। ৫৭ কেজি বিভাগে জেসমিন, ৬৪ কেজি বিভাগে সাক্ষী চৌধুরী, ৪৮ কেজি বিভাগে মণিকা, ৮১ কেজি বিভাগে সউইতি ও বরিন্দর সিং ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন। তৃতীয় হওয়ায় সকলেই আড়াই হাজার মার্কিন ডলার প্রাইজ মানিও পেয়েছেন।

Advt

spot_img

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...