Friday, January 9, 2026

পূজার সোনা, মেরির রুপো, এশিয়ান বক্সিংয়ে আজ সোনার লড়াইয়ে ভারতের তিন

Date:

Share post:

চলতি এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম সোনাটি এনে দিলেন পূজা রানি। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন এমসি মেরি কমকে অবশ্য রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হলো। রুপো জিতেছেন লালবুয়াতসাইহি এবং অনুপমা। কাল সোনা জয়ের লড়াইয়ে নামবেন তিন পুরুষ বক্সার।মহিলাদের ৭৫ কেজি বিভাগে গতবারের চ্যাম্পিয়ন পূজা রানি উজবেক প্রতিপক্ষ মাভলুদা মভলনোভাকে হারালেন ৫-০ ব্যবধানে।

আজ দুবাইয়ে মহিলা বক্সিংয়ের ৫১ কেজি বিভাগের ফাইনালে কাজাখস্তানের নাজিম কাইজাইবের বিরুদ্ধে রিংয়ে নেমেছিলেন মেরি। টোকিও অলিম্পিক্সের আগে করোনা পরিস্থিতিতে অনুশীলন যেভাবে ব্যাহত হয়েছিল তা খানিকটা পুষিয়ে নিতেই এই প্রতিযোগিতায় নামার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

ফাইনালে স্প্লিট ভারডিক্টে মেরি পরাস্ত হলেন ২-৩ ব্যবধানে। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হলো। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে এটি মেরির সপ্তম পদক। ২০০৩ সালে তিনি প্রথম সোনা জিতেছিলেন এই প্রতিযোগিতায়। রুপো জেতার সঙ্গে সঙ্গে মেরি ৫ হাজার মার্কিন ডলার পুরস্কারমূল্য পেলেন।
এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের দ্বিতীয় রুপোটি এনে দেন লালবুয়াতসাইহি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর কাজাখ প্রতিপক্ষের কাছে তিনি পরাস্ত হলেন ৩-২ ব্যবধানেই। ৮১+ কেজি বিভাগে রুপো জেতেন অনুপমা। পুরুষদের ৫২ কেজি বিভাগের ফাইনালে কাল অলিম্পিক তথা বিশ্বচ্যাম্পিয়ন উজবেকিস্তানের শাখোবিদিন জইরভের মুখোমুখি হবেন গতবারের চ্যাম্পিয়ন অমিত পঙ্ঘল।
সিমরনজিৎ কৌর (৫৭ কেজি), বিকাশ কৃষ্ণন (৬৯ কেজি) ও লভলিনা বর্জোহাইন (৬৯ কেজি) বিভাগে ব্রোঞ্জ জেতেন। ৫৭ কেজি বিভাগে জেসমিন, ৬৪ কেজি বিভাগে সাক্ষী চৌধুরী, ৪৮ কেজি বিভাগে মণিকা, ৮১ কেজি বিভাগে সউইতি ও বরিন্দর সিং ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন। তৃতীয় হওয়ায় সকলেই আড়াই হাজার মার্কিন ডলার প্রাইজ মানিও পেয়েছেন।

Advt

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...