চলতি বছরের ডিসেম্বরে প্রত্যেকে ভ্যাকসিন পেয়ে যাবে, শীর্ষ আদালতে দাবি কেন্দ্রের

চলতি বছরের ডিসেম্বরে ( December 2021) প্রত্যেকে ভ্যাকসিন (hundred percent vaccination)পেয়ে যাবে, শীর্ষ আদালতে দাবি কেন্দ্রের। জাতীয় টিকাকরণ নিয়ে দেশের শীর্ষ আদালতে (Supreme Court) একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলাকালীন আদালতের প্রশ্নের উত্তরে এই দাবি করেছে কেন্দ্র। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, এল নাগেশ্বর রাও ও এস রবীন্দ্র ভাট কে নিয়ে গঠিত বেঞ্চে এই মামলার শুনানি চলছে। কেন্দ্রের পক্ষে সওয়াল করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালত সূত্র জানিয়েছে, গত ৩০ এপ্রিল কেন্দ্রের টিকাকরণ (vaccination system) পদ্ধতি, ওষুধ বণ্টন (medicine distribution)ও অক্সিজেনের জোগান (supply of oxygen)নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট (supreme court)। এরপর বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়ায় মামলার শুনানি স্থগিত ছিল। সোমবার ফের মামলার শুনানি শুরু হয়। শুনানির শুরুতেই কেন্দ্র জানিয়ে দেয়, চলতি বছর অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে দেশের প্রত্যেক নাগরিককে ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে।

 

 

Previous articleওয়াক আউটের ঘটনা ঘটেনি, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙেছে কেন্দ্র: চন্দ্রিমা
Next articleকোউইন অ্যাপে বাধ্যতামূলক নথিভুক্তকরণ নীতি নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা আদালতের