সাগার রানা কান্ডে বড় শাস্তি পেতে চলেছেন সুশীল

বড় শাস্তি পেতে চলেছেন সুশীল কুমার(sushil kumar)। দিল্লি পুলিশ সুশীলের বিরুদ্ধে  মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম আইনের প্রয়োগ আনতে চলেছে, যার জেরে এই তারকা কুস্তিগির ১০ বছর জেল থেকে যাবজ্জীবন কারাদন্ড পেতে চলেছেন।

এই আইনের আওতায় থাকার জেরে সহজে জামিন পাবেননা সুশীল। এছাড়াও সুশীলের বিরুদ্ধে চার্জশিট তৈরি করতে ছমাস সময় পাবে পুলিশ। সুশীলের বিরুদ্ধে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম আইন আনা হচ্ছে কারণ, সূত্রের খবর সুশীলের সঙ্গে কুখ‍্যাত গ‍্যাংস্টার কালা ঝাঠেডি ও নীরাজ বাওয়ানার যোগাযোগ রয়েছে।

রবিবার রোহিনী আদালত ছয় অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। সুশীল এবং তাঁর সঙ্গী অজয় কুমার অবশ্য রয়েছে পুলিশি হেফাজতেই। জানা গিয়েছে, তাঁর এক সহযোগী নাকি তদন্তকারীদের বলেছেন, সাগর রানা হত্যাকাণ্ডের মূল মাথা সুশীলই।

আরও পড়ুন:কোপা আমেরিকার আয়োজন থেকে এবার সরে দাঁড়াল আর্জেন্তিনা

Advt