Thursday, November 13, 2025

আলাপনের অবসর: নতুন মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের নাম ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

কেন্দ্র-রাজ্য চরম সংঘাতের আবহে আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee) মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, ছিল আলাপন বন্দ্যোপাধ্যায় নির্ধারিত অবসর গ্রহণের দিন। কেন্দ্রের তরফ থেকে মঙ্গলবার নর্থ ব্লকে জয়েন করার নতুন চিঠি আসার পরেই মুখ্যসচিবের পদ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিয়েছেন বলে সাংবাদিক বৈঠক করে জানান মুখ্যমন্ত্রী। আলাপনের জায়গায় রাজ্যের *নতুন মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। আর নতুন স্বরাষ্ট্রসচিব হলেন বিপি গোপালিকা* ।

এর আগে হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Dwibedi) রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন। তাঁকেই রাজ্যের নতুন মুখ্য সচিব করা হয়েছে। আর প্রাণিসম্পদ বিকাশ ও প্রশাসন কর্মিবর্গ দফতরের অতিরিক্ত সচিব ভগবতী প্রকাশ গোপালিকাকে (BP Gopalika) স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে করা হল।

মুখ্যসচিবের পদে আলাপন বন্দ্যোপাধ্যায়কে আরো তিন মাস রাজ্যে রাখার জন্য কেন্দ্রের কাছে চিঠি দিয়েছিল নবান্ন। তাতে সিলমোহর দেয় কেন্দ্র। তারপরে হঠাৎ কলাইকুন্ডা বৈঠকের দিন সন্ধেয় আলাপনকে নর্থ ব্লকে গিয়ে নতুন পদে গিয়ে যোগ বলা হয়। আলাপন বন্দ্যোপাধ্যায়কে না ছাড়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে মমতার সঙ্গে নবান্নে কোভিড এবং ইয়াস নিয়ে প্রশাসনিক বৈঠকেও উপস্থিত ছিলেন আলাপন।

কিছুক্ষণ পরেই ফের সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, আলাপনকে দিল্লিতে যোগ দেওয়ার জন্য আরও একটি চিঠি রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে কেন্দ্র। কিন্তু তাঁর চিঠির কোনও জবাব দেয়নি। এই সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, আলাপন আগেই তাঁর কাছে অবসর নেওয়ার আবেদন জানিয়েছেন। সেই আবেদন মেনে নিয়ে তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসাবে ঘোষণা করেন তিনি। আলাপনের অবসর নেওয়ার পর রাজ্যের নয়া মুখ্যসচিব হিসেবে হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্রসচিব হিসেবে গোপালিকার নাম ঘোষণা করেন মুখ্যমুখ্যমন্ত্রী।

 

 

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version