Monday, August 25, 2025

ওয়াক আউটের ঘটনা ঘটেনি, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙেছে কেন্দ্র: চন্দ্রিমা

Date:

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Banerjee) প্রধানমন্ত্রীর বৈঠক থেকে ওয়াক আউট (Walk Out) করার অভিযোগ তোলা হচ্ছে। সোমবার, সাংবাদিক বৈঠক করে তার জবাব দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বৈঠক থেকে মুখ্যসচিবের ওয়াক আউট করে আসার কোনো ঘটনাই ঘটেনি। উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গেই কলাইকুন্ডা বৈঠকে অপমানজনক ব্যবহার করা হয়। চন্দ্রিমা বলেন, সেদিন মুখ্যসচিব, মুখ্যমন্ত্রীর সঙ্গে ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে তাঁর সঙ্গেই গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বৈঠক। চন্দ্রিমা অভিযোগ করেন, বৈঠকের ভিতরকার কোনও ফুটেজ বাইরে আনেনি পিএমও (Pmo)। সেটা দেখলেই বিষয়টি স্পষ্ট হয়ে যেত।

মুখ্যসচিবকে বদলি করার নির্দেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে সোমবারই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, আলাপনের বদলির নির্দেশ কি আইনসম্মত? মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এটা আইনসঙ্গত নয়। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে মান্যতা দিচ্ছে না দিল্লি (Delhi)। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিকাঠামোকে মেনেই পাঁচ পাতার বিস্তারিত চিঠি পাঠিয়েছেন বলে জানান চন্দ্রিমা। তিনি বলেন, সেখানে স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শুধু তাই নয়, কোভিড (Covid) পরিস্থিতি এবং দুর্যোগ মোকাবিলায় আলাপন বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা ভেবেই তাঁর চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল রাজ্য। কেন্দ্র সেই আবেদনে সিলমোহর দেয়। কিন্তু তারপরেও কেন এই আচরণ? এটাকে কলাইকুন্ডার বৈঠকের ফল? এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সে বিষয়টি নিয়ে চন্দ্রিমা বলেন, রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করছে কেন্দ্র। যখন সংকটজনক পরিস্থিতিতে রাজ্যের পাশে দাঁড়ানোর কথা তখন বাংলার মানুষকে অপমান করছে, মুখ্যমন্ত্রীকে অপমান করছে এবং সমস্যায় ফেলতে চাইছে মোদি সরকার।

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version