Thursday, December 18, 2025

ঘরে ঘরে দুধ পৌঁছে দিতে চেয়ে পোস্ট করেই ট্রোলড হলেন দিলীপ ঘোষ

Date:

Share post:

World Milk Day বা বিশ্ব দুগ্ধ দিবসে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিশেষ বার্তা দিয়েছিলেন বঙ্গ-বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ আর ওই পোস্টের জেরে সীমাহীন ট্রোলের শিকার হলেন তিনি৷

নিতান্তই সাধারণ এই পোস্টে দিলীপবাবু আরও বেশি সংখ্যক মানুষের কাছে দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন। স্রেফ এইটুকুই বলেছিলেন৷ আর এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন তিনি। ওইসব কমেন্ট পড়লে হাসি চেপে রাখা দায়৷ দিলীপ ঘোষের এই বার্তাকে মজার খোরাক হিসাবে নিয়েছেন নেটিজেনরা।
গোমাতার প্রতি ভক্তি, ভালবাসা তাঁর অপার৷ একথা বারবার বলেছেন, স্বীকার করেছেন দিলীপ ঘোষ৷ মঙ্গলবার বিশ্ব দুগ্ধ দিবসে নিজের ফেসবুকে একটি বিশেষ বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। গরুর দুধ এবং দুগ্ধজাত পণ্যকে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ারই সেই বার্তা৷
তিনি লিখেছেন, “বিশ্বের বাজারে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যরে তুলে ধরাও দুগ্ধ সমবায় গড়ে তোলার নেপথ্যে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান ছিল অপরিসীম। বিশ্ব দুগ্ধ দিবসে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়াই হোক লক্ষ্য।” অনেকেরই মনে আছে, দিলীপ ঘোষ কিছুদিন আগে বলেছিলেন, “বিদেশি গোরু গো- মাতা নয়।” এখানেই শেষ নয়, তিনি বলেছিলেন, “আমাদের দেশি গাভির পিঠের কুঁজে সোনা থাকে। তাই দেশি গোরুর দুধের রং সোনালি হয়৷” বলেছিলেন, “বিদেশি গোরু তো হাম্বা হাম্বাও ডাকে না।” এইসব মন্তব্যের পরেও মিমের বন্যা বয়ে গিয়েছিল নেটদুনিয়ায়৷ দিলীপের দাবি, “গোরুর দুধে সোনার ভাগ থাকে। তাই দুধের রং হলুদ হয়। দেশি গরুর কুঁজে থাকা স্বর্ণনাড়িতে সূর্যের আলো পড়লে সেখান থেকে সোনা তৈরি হয়।” এরপরেও ট্রোলড হতে হয়েছিলো তাঁকে।

আর এদিন দুগ্ধ দিবসে দিলীপ ঘোষের এই বার্তাকেও খোরাক করেছেন নেটিজেনরা। কমেন্টে একজন লিখেছেন, “এবার সত্যিই সোনা পাওয়া গেছে।’ আরেকজন লিখেছেন, ‘আরে পালিয়ে আসুন। গরুটির অতো বড় সিং নিয়ে আপনার দিকে যেভাবে চেয়ে আছে তাতে রীতিমতো ভয় লাগছে।” এমন হাজারো কমেন্টে ভর্তি হয়ে গিয়েছে দিলীপ ঘোষের ফেসবুক ওয়াল৷

আরও পড়ুন:বুধে ঘোষণা মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সূচি

Advt

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...