Tuesday, December 2, 2025

নারদ- বিচারপর্বকে ‘কলুষিত’ ঘোষণা করে, জামিন খারিজ করতে হলে করুক কোর্ট, CBI-এর অন্য সুর

Date:

Share post:

হাইকোর্টে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে CBI-এর মামলা স্থানান্তর নিয়ে আবেদনের শুনানিতে মঙ্গলবার অন্য সুর CBI-এর আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহেতার গলায়৷ মেহেতার দাবি, নারদ-মামলার বিচারপর্বকে কলুষিত বা বিকৃত করা হয়েছে বলে ঘোষণা করুক হাইকোর্ট । এবং এই নির্দেশ দিতে গিয়ে যদি জামিন খারিজ করতে হয় তাও করুক আদালত।”
প্রথম থেকেই আক্রমণাত্মক মেহেতা সওয়ালে বলেন, “গত ১৭ মে চার অভিযুক্তকে গ্রেফতারের পরে যা হয়েছে তা দেশে তো বটেই, বিশ্বের ইতিহাসে কখনও হয়েছে কি’না তা নিয়ে সন্দেহ আছে। মন্ত্রিসভার সদস্যরা CBI দফতরে গিয়ে ধর্না দিচ্ছেন, আদালতে বিক্ষোভ দেখাচ্ছেন। এটা অত্যন্ত লজ্জার এবং দুর্ভাগ্যজনক৷ আদালতের নির্দেশে তদন্ত করছে CBI, সেখানেও নোংরা রাজনীতি হচ্ছে৷”

মেহেতা বলেন, আমি জামিন নাকচ চাইনি। আমি নিম্ন আদলতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছি।” এই সময় বিচারপতি আইপি মুখোপাধ্যায় মেহেতাকে প্রশ্ন করেন, “কোন টেকনিক্যাল গ্রাউন্ডে আপনি উচ্চতর বেঞ্চে আবেদন জানিয়েছেন?”

মেহেতার উত্তর, “আমরা এখানে এখনও চার অভিযুক্তের জামিন খারিজের আবেদন করিনি। আমরা চাই গ্রেফতারির পরে নিম্ন আদালতের যাবতীয় বিচারপর্বের ওপর স্থগিতদেশ দিক আদালত। এবং গোটা প্রক্রিয়াকে কলুষিত বা বিকৃত করা হয়েছে বলে ঘোষণা করুক হাইকোর্ট । এবং এই নির্দেশ দিতে গিয়ে যদি জামিন খারিজ করতে হয় তাহলে সেটাও করুক আদালত।”
বিচারপতি সৌমেন সেন – আপনারা কি চার্জশিট ফিজিক্যালি নিম্ন আদালতে জমা করেছিলেন?

মেহেতা – পুলিশি নিরাপত্তায় CBI অফিসাররা আদালতে গিয়ে ফিজিক্যালি জমা করেছিলো চার্জশিট৷

বিচারপতি আই পি মুখোপাধ্যায় –
ঠিক কোন সময় চারজনকে গ্রেফতার করা হয়েছিল ? মানুষ কখন থেকে ঘেরাও শুরু করে, এগুলো আমাদের জানাবেন। কারণ এগুলো খুব গুরত্বপূর্ণ তথ্য।
মেহেতা- সব কথা আমাদের আবেদনে আছে৷ পরিকল্পিত এবং সংগঠিত ভাবে লোক নিয়ে এসে CBI অফিস ঘেরাও করা হয়েছে৷ পাথর ছোঁড়া হয়েছে।
মুখ্যমন্ত্রী এবং অন্য মন্ত্রীরা ধর্না দিয়েছেন। আদালতে ঢুকেছেন মন্ত্রীরা, তলব না করা সত্ত্বেও৷

চার্জশিটের প্রসঙ্গে মেহতা বলেন, ‘‘CBI অফিসারদের নিরাপত্তা দেওয়া হয়েছিল। তাই তাঁরা ওই দিন সন্ধ্যায় সশরীরে চার্জশিট জমা করতে পারে। ওই দিন CBI অফিস এবং আদালতের বাইরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা শুধু তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করেনি, বরং বিচার প্রক্রিয়ার উপরও প্রভাব ফেলেছিল।’’ মেহতা বলেন, ‘‘ওই দিন দু’জায়গায় ঘটে যাওয়া ঘটনার কিছু ছবি আমি দেখাতে চাই।’’ এর পর ছবি দেখিয়ে মেহতা বলেন, ‘‘আমি যদি বলি গ্রেফতার বেআইনি ছিল। তার পরও কি জনপ্রতিনিধি, যাঁরা মানুষের সামনে ভাল উদাহরণ তৈরি করেন, তাঁরা আইন নিজের হাতে তুলে নিতে পারেন?’’

শুনানি চলছে৷

Advt

spot_img

Related articles

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...

গ্রুপ সি -ডি’তে থাকা ‘অযোগ্য’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

গ্রুপ সি ও ডি তে 'অযোগ্য' কারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই...

কোহলি ভক্ত ছেলের মাঠে অনুপ্রবেশ, রাঁচি যাচ্ছেন বাবা

নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি...

উচ্চ মাধ্যমিকে ১২ পাতার মধ্যেই উত্তর বাধ্যতামূলক, নয়া নির্দেশ জারি সংসদের

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার থেকে শিক্ষার্থীরা...