Thursday, December 18, 2025

চলতি বছরে কম বৃষ্টিপাত হবে উত্তর-পূর্ব ভারতে, আর কী জানাচ্ছে হাওয়া অফিস?

Date:

Share post:

চলতি বছরে কম বৃষ্টিপাত হবে উত্তর-পূর্ব ভারতে। এর তুলনায় অনেক বেশি পরিমাণ বৃষ্টি হবে দক্ষিণ, মধ্য ও উত্তর ভারতে। সুপার সাইক্লোন ইয়াসের কুপ্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ এবং কেরলে। তাই বর্ষা খানিকটা পিছিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরলে ঢুকবে ৩ জুন। নির্দিষ্ট সময়ের থেকে ২ দিন পরে। যদিও আবহাওয়াবিদদের দাবি, বর্ষার আগমন এবং সময়কাল নিয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা ঠিক নয়। কারণ এটি সম্পূর্ণভাবে নির্ভর করছে আবহাওয়ার গতিবিধির ওপর। এদিকে জানা গিয়েছে, শুধুমাত্র ইয়াসের প্রভাবেই মে মাসে কলকাতায় ৩৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ২০ বছরে মে মাসে কলকাতায় এই পরিমাণ বৃষ্টি হয়নি।

আরও পড়ুন-মিঠুন মামলায় কোর্টে রিপোর্ট দিল পুলিশ, এবার যাবে নোটিশ

হাওয়া অফিসের কর্তারা জানিয়েছেন, সাধারণত বৃষ্টির পরিমাণ ৯৬ থেকে ১০৪ শতাংশের মধ্যে থাকলেই সেটিকে স্বাভাবিক বলা হয়। সেই গড়ের হিসাবেই দেখা গিয়েছে ৪ শতাংশের হেরফের ভারতে বৃষ্টি হতে পারে ১০১ শতাংশের মতো। রিপোর্টে বলা হয়েছে, উত্তর ভারতে ৯২ থেকে ১০৮ শতাংশ, বৃষ্টি হতে পারে উত্তর ভারতে, দক্ষিণ ভারতে ৯৩ থেকে ১০৭ শতাংশ বৃষ্টি হতে পারে মধ্য ভারতে সর্বোচ্চ ১০৬ শতাংশ বৃষ্টি হতে পারে ও উত্তর ভারতে সর্বোচ্চ ৯৫ শতাংশ বৃষ্টি হতে পারে।

বৃষ্টির পরিমাণ বেশি বা কম বিচারের জন্য দীর্ঘকালীন গড়কে মানদণ্ড হিসাবে ধরা হয়। গত ১০ বছরে বৃষ্টির পরিমাণের গড় করে এই মানদণ্ড ঠিক করা হয়। ১৯৬১ থেকে ২০১০ সালের গড় হিসাব করলে দেখা যাবে, ভারতে স্বাভাবিক বৃষ্টির শতাংশের বিচারে ৮৮। তার থেকে সামান্য বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এ বছর।

Advt

spot_img

Related articles

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...

২৯ ডিসেম্বরেই দুর্গাঙ্গনের শিলান্যাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

মেদিনীপুর-বর্ধমান ম্যাচ ড্র, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হাওড়া-হুগলির

বেঙ্গল সুপার লিগের(Bengal Super League) ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুর এবং বর্ধমান ব্লাস্টার্স। দুই দলই জয়েই ফিরতে...

চাকরি বাতিলের প্রতিবাদে পাহাড়ে বিক্ষোভ: বন্ধ স্কুল, অচলাবস্থা কাটাতে বৈঠক অনীতের

বুধবার পাহাড়ে নিয়োগ মামলায় ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু। তারপরেই...