Wednesday, August 27, 2025

তৃতীয় ঢেউ সামলাতে রাজ্যগুলির কী করনীয়, বললেন আইসিএমআর- প্রধান

Date:

দ্বিতীয় ঢেউয়ের (second wave of Corona) ধাক্কায় প্রথমে যেমন সারাদেশ বেসামাল ও বিপর্যস্ত হয়ে পড়েছিল, সেই পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সব রাজ্যই সংশ্লিষ্ট ভাবে লকডাউন (lockdown) ঘোষণা করে অনেকাংশেই সামাল দিতে পেরেছে । ধীরে ধীরে সব রাজ্যই আনলক(unlock) প্রক্রিয়া শুরু করেছে। তবে তৃতীয় ঢেউ কিন্তু আসছেই। বললেন ইন্ডিয়ান সেন্টার ফর মেডিকেল রিসার্চ (ICMR)অর্থাৎ আইসিএমআরের প্রধান বলরাম ভার্গব (Balaram Bhargava)। সেইসঙ্গে ভার্গব সাবধান করলেন ফের যদি নিয়মবিধি শিথিল করা হয়, যদি করোনা বিধি ঠিকভাবে মানা না হয় , তাহলে তৃতীয় ঢেউ এলে দেশ জুড়ে ভয়ঙ্করতম বিপর্যয় দেখা দেবে। তাহলে কী করণীয়?

মঙ্গলবার করোনা সংক্রান্ত কেন্দ্র সরকার আয়োজিত একটি সম্মেলনে ভার্গব বলেছেন, “করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের হাত থেকে বাঁচতে রাজ্য সরকারগুলিতে অত্যন্ত ধীর গতিতে, একে একে আনলক প্রক্রিয়া শুরু করতে হবে।” এই লকডাউন তোলার জন্য প্রতিটি রাজ্যর উচিৎ সেগুলিকে ঠিকঠাক ভাবে অনুসরণ এবং অনুকরণ করা। শর্ত গুলি হল : এক) সংক্রমণের হার হ্রাস করা। দুই) সকলের জন্য করোনা টিকাকরণ তিন) কঠোরভাবে কোভিডবিধি মেনে চলা।

বলরাম ভার্গব বলেন, “বিধি নিষেধ তুলে অবশ্যই স্বাভাবিক ছন্দে ফেরা যাবে। যদি এই নিয়মগুলি মেনে চলা হয়। যদি সাপ্তাহিক আক্রান্তের হার পাঁচ শতাংশের কম হয়, যাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, অর্থাৎ ষাটোর্ধ্ব ও ৪৫ উর্ধ্ব যাদের কো-মর্ডিবিটি রয়েছে, তাঁদের মধ্যে কমপক্ষে ৭০ শতাংশের টিকাকরণ এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে চললেই ধীরে ধীরে আনলক প্রক্রিয়া শুরু করা যেতে পারে।”

 

Related articles

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...
Exit mobile version