Wednesday, August 27, 2025

দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লক্ষের কম, কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা

Date:

মঙ্গলবারের তুলনায় বুধবার খানিকটা বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ২০৭ জন। অতিমারির শুরু থেকে এখনও পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ৩৫ হাজার ১০২ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ২ কোটি ৮৩ লক্ষ। দৈনিক সংক্রমণ কম হতেই দেশে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে সক্রিয় রোগী সংখ্যা কমেছে ১ লক্ষেরও বেশি। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ১৭ লক্ষ ৯৩ হাজার ৬৪৫ জন। এর সঙ্গে দেশে সংক্রমণের হারও কমছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৬.৫৭ শতাংশ।

আরও পড়ুন : পিছলো মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা, সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটি গঠন

জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা পরীক্ষা হয়েছে ২০ লক্ষ ১৯ হাজার ৭৭৩ জনের। কর্নাটক এবং মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ১৪ হাজারে নেমেছে। যদিও কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন সাড়ে ১৯ হাজারের বেশি। অন্ধ্র্রপ্রদেশে আগের থেকে আক্রান্ত কমলেও ১১ হাজারের বেশি রয়েছে গত ২৪ ঘণ্টায়। পশ্চিমবঙ্গে তা নেমে এসেছে সাড়ে ৯ হাজারের নীচে। ওড়িশাতে তা সাড়ে ৮ হাজারের ঘরে।

মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪২৪ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ১৩৭ জন। একদিনে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪৩৫ কমেছে। রাজ্যে বর্তমান সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.২০ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭২২ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ১৩১।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version