Saturday, August 23, 2025

নামকরণ হল করোনার প্রজাতিগুলির, সবচেয়ে উদ্বেগজনক প্রজাতিটি রয়েছে ভারতেই!

Date:

করোনাভাইরাসের প্রজাতিগুলির নামকরণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে যে দুটি প্রজাতি পাওয়া গিয়েছিল তাদের একটার নাম কাপ্পা অন্যটি হল ডেল্টা। যে প্রজাতিটি ভারতেই প্রথম দেখা যায় সেই বি ১.৬১৭.২-র নাম হয়েছে ‘ডেল্টা’। অন্যান্য দেশের সঙ্গে যে প্রজাতিটি তার আগেই ভারতে পাওয়া গিয়েছিল সেটি বি১.৬১৭.১ ‘কাপ্পা’। নামকরণের ক্ষেত্রে গ্রিক অক্ষর ব্যবহৃত হয়েছে। এর মধ্যেই মঙ্গলবার হু জানিয়েছে ভারতে পাওয়া বি.১.৬১৭.২ প্রজাতিই শুধুমাত্র উদ্বেগজনক।

হু জানিয়েছে, বি.১.৬১৭.২ প্রজাতিটিই ভারতে মারাত্মকভাবে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়েছে। সেটি তিনটি লিনিয়েজে ভাগ হওয়ার কারণে একে ট্রিপল মিউট্যান্ট ভাইরাস-ও বলা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানাচ্ছে, বি.১.৬১৭.২ থেকেই বেশি সংখ্যায় আক্রান্ত হওয়া এবং উপসর্গের ঝুঁকি জনসাধারণের। বাকি দুটির ক্ষেত্রে সংক্রমণের হার তুলনামূলকভাবে কম। ইউনাইটেড নেশন্স হেলথ এজেন্সি এই প্রজাতিটিকে উদ্বেগজনক প্রজাতি (ভেরিয়েন্ট অব কনসার্ন) বলেছে।

আরও পড়ুন-টাকার বিনিময়ে টিকা ১৮-৪৪ দের, কেন্দ্রের নীতিকে ‘অযৌক্তিক’ বলে ভর্ৎসনা শীর্ষ আদালতের

নভেল করোনাভাইরাসের এই প্রজাতি ভারত ছাড়াও বিশ্বের আরও কিছু দেশে মিলেছে। আর তা দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। হু জানিয়েছে, করোনাভাইরাসের এই প্রজাতির বিষয় আরও গবেষণা, সাবধানতা অবলম্বন করতে চায় তারা। করোনাভাইরাসের এই প্রজাতির নামকরণ নিয়ে আপত্তি করেছিল ভারত। ভাইরাসটিকে ‘করোনার ভারতীয় প্রজাতি’ বলে উল্লেখ করাই ছিল অসন্তোষের মূল কারণ। সম্প্রতি বি.১.৬১৭ প্রজাতিটিকে কোভিড–১৯ এর ডেল্টা প্রজাতি নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version