এমনিতেই গোটা দেশের মধ্যে টিকাকরণের দিক থেকে বাকিদের তুলনায় এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ(West Bengal)। তবে টিকার অভাবে বারবার সমস্যার মুখে পড়েছে টিকাকরণ প্রক্রিয়া(vaccination process)। এই পরিস্থিতিতেই এবার রাজ্যে এল ৭ লক্ষের বেশি টিকার ডোজ। বুধবার সন্ধেয় কলকাতা বিমানবন্দরে(Kolkata airport) এসে পৌঁছায় এই বিপুল পরিমান করোনা টিকা।

আরও পড়ুন:সুশীলের বিরুদ্ধে তথ্য ও প্রমাণ লোপাট করার অভিযোগ আনল দিল্লি পুলিশ

স্বাস্থ্য দফতরের(health department) তরফে জানা যাচ্ছে, বুধবার সন্ধেতে পুনের সেরাম ইনস্টিটিউট থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে ৫ লক্ষ ২০ হাজার ৫৫০ কোভিশিল্ডের ডোজ। পাশাপাশি ভারত বায়োটেকের ২ লক্ষ ৬৬ হাজার ৭৯০ কোভ্যাক্সিন ডোজ এসেছে। সব মিলিয়ে ৭ লক্ষ ৮৭হাজার ৩৪০ কোভিড ভ্যাকসিনের ডোজ এল রাজ্যে। জানা যাচ্ছে, এই প্রথমবার এত বিপুলসংখ্যক করোনা টিকা পেল পশ্চিমবঙ্গ। উল্লেখ্য, টিকার অপ্রতুলতা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বার সরব হতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, টিকার অভাবে ভ্যাক্সিনেশন করা যাচ্ছে না এমন অভিযোগও তুলেছে একাধিক রাজ্য। এই পরিস্থিতিতে রাজ্যে একত্রে ৭ লক্ষের বেশি টিকা আসায় এই সমস্যা কিছুটা লাঘব করবে বলে আশাবাদী স্বাস্থ্য মহল। যদিও স্বাস্থ্য দফতরের দাবি যে পরিমাণ টিকা এসেছে তা কাজ চালানোর মত হলেও পর্যাপ্ত পরিমাণ এটা বলা যায় না কোনভাবেই।
